কানাডার ভ্যাঙ্কুভারে একটি সমাবেশে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার পরে এই ঘটনা ঘটে। রোববার (২৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় ঠিক কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
ঘটনার সময় ভ্যাঙ্কুভারে লাপু লাপু দিবসের সমাবেশ চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অন্তত সাতজন ব্যক্তি মাটিতে পড়ে আছেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
এসএস/এসএন