গ্রিড বিপর্যয়ের যে ব্যাখ্যা দিলো মন্ত্রণালয়

জাতীয়
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ২০:১১:০৬
ছবি: সংগৃহীত
খুলনা ও বরিশাল অঞ্চলের ১০ জেলায় গ্রিড বিপর্যয়ের ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, গত ২৬ এপ্রিল ৪০০ কেভি আমিনবাজার-গোপালগঞ্জ ডাবল সার্কিট লাইনে সংঘটিত ফন্টের কারণে খুলনা ও বরিশাল অঞ্চলের ১০ জেলায় বিদ্যুৎ বিচ্যুতির ঘটনা ঘটে। সেদিন গ্রিড নেটওয়ার্কে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিকেল ৫টায় মোট জেনারেশন ছিল ১৪ হাজার ৫২০ মেগাওয়াট এবং সিস্টেম ফ্রিকোয়েন্সি ছিল ৫০.৪ হার্জ। এ অবস্থায় ৫টা ৪৫ মিনিটে ৪০০ কেভি আমিনবাজার-গোপালগঞ্জ ডাবল সার্কিট লাইনে ফল্ট সংঘটিত হওয়ার প্রেক্ষাপটে খুলনা ও বরিশাল অঞ্চলের যশোর, বেনাপোল ও নোয়াপাড়া উপকেন্দ্র সংশ্লিষ্ট ১০টি জেলায় সাময়িক বিদ্যুৎ বিচ্যুতি ঘটে। তবে, ২৩০ কেভি ঈশ্বরদী-ভেড়ামারা-ঝিনাইদহ লিংকটি চালু থাকায় ২৩০ কেভি এবং ১৩২ কেভি লেভেলে সংযুক্ত ভেড়ামারা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা উপকেন্দ্রগুলো চালু ছিল। এই ২৩০ কেভি লিংক ব্যবহার করে পাওয়ার গ্রিডের এনএলডিসি এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের তাৎক্ষণিক প্রচেষ্টায় দক্ষতার সঙ্গে যশোর, বেনাপোল, নোয়াপাড়া উপকেন্দ্রগুলো চালু করা হয়। ফলে বর্ণিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

অন্যদিকে, ৪০০ কেভি আমিনবাজার-গোপালগঞ্জ ডাবল সার্কিট লাইনের সংঘটিত ফল্টে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিসিপিসিএল (পায়রা), ১ হাজার ৩২০ মেগাওয়াট আরএনপিএল, ৩০৭ মেগাওয়াট বরিশাল ইলেকট্রিক, ১ হাজার ৩২০ মেগাওয়াট রামপাল, ২২৫ মেগাওয়াট ভোলা নতুন বিদ্যুৎ ও ২২৫ মেগা ভোলা বিদ্যুৎ কেন্দ্র এবং ৫০০ মেগাওয়াট এইচভিডিসি ব্লক-২ ট্রিপ করে প্রায় ২ হাজার ২৭৭ মেগাওয়াট বিদ্যুৎ বিচ্যুতি ঘটে। ৬টা ১৯ মিনিটে ৪০০ কেভি আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট-১ এবং ৬টা ২৫ মিনিটে সার্কিট-২ চালু করা হলে ৪০০ কেভি আমিনবাজার-গোপালগঞ্জ-আমতলী লিংকটি সচল হয়।

এমতাবস্থায়, সিনক্রোনাইজিং বিদ্যুৎ প্রাপ্তির ফলে সন্ধ্যা ৭টা ১ মিনিটে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিসিপিসিএল (পায়রা) বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এবং ৭টা ৮ মিনিটে ইউনিট-২ সিনক্রোনাইজ করা হয় এবং ৭টা ৩০ মিনিটে বর্ণিত অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রও গ্রিড নেটওয়ার্কে সিনক্রোনাইজ করা হলে রাত ৯টায় বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়।

সংগৃহীত তথ্য প্রাথমিকভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে, আমিনবাজার উপকেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে এবং গোপালগঞ্জ উপকেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সার্কিট-১ এর ব্লু-ফেজ এবং সার্কিট-২ এর রেড-ফেজ এর মধ্যে ট্রানজিয়েন্ট শর্ট-সার্কিট সংঘটিত হওয়ার কারণে সার্কিট দুটির উভয় প্রান্ত থেকে সিস্টেম প্রোটেকশনের জন্য ব্যবহৃত প্রটেকটিভ রিলের স্বয়ংক্রিয় অপারেশনে তদসংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রে ট্রিপ করে যায়।

উপরোক্ত তথ্যের বিস্তারিত কারিগরি যৌক্তিকতা অনুসন্ধানের জন্য এরই মধ্যে বিদ্যুৎ বিভাগ এবং পাওয়ার গ্রিড থেকে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

এফপি/টিএ  

সর্বশেষ


জাতীয় এর আরও সংবাদ

কু‌ড়িগ্রা‌মে ঝালমু‌ড়ি বি‌ক্রেতার হা‌তে প্রাণ গেল মসলা বি‌ক্রেতার

জোড়া খুনের দায়ে ৩ দিনের রিমান্ডে ছোট সাজ্জাদ

ডাকাত ধরতে গিয়ে আহত পুলিশ সদস্যের মৃত্যু

নদভী-বিপ্লব বড়ুয়া সহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট স্পেনে

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন

ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, উপাচার্যসহ অনেকের পদত্যাগ

জামানতের শত কোটি টাকা নিয়ে উধাও আ.লীগের তিন নেতা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি-স্ফো-র-ণ, দ-গ্ধ ৫

জবিতে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া, গণবিজ্ঞপ্তি প্রকাশ

আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা, শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি

চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমণে নারী আহত

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us