অভিনেতা সিদ্দিকুর রহমানের নামে গুলশান থানায় দুইটি মামলা রয়েছে। এ দুইটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যারচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানা এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য।
এর আগে এই অভিনেতাকে। মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছিল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে। তবে কোন থানায় নেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।