এবারও ‘এল ক্ল্যাসিকোয়’ বিশেষ জার্সি পরে খেলবে বার্সেলোনা। গত কয়েক বছর ধরেই বিশ্ব ফুটবলের অন্যতম দ্বৈরথের মঞ্চে বিশেষ জার্সি পরে খেলে আসছে কাতালান ক্লাবটি।তাই এবারও ব্যতিক্রম হচ্ছে না। বার্সেলোনার জার্সিতে এবার ক্যাকটাস জ্যাকের লোগো থাকবে।
ক্যাকটাস জ্যাক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপার, গীতিকার এবং রেকর্ড প্রডিউসার ট্রাভিস স্কটের প্রতিষ্ঠান। ক্যাকটাস জ্যাক শুধু একটি রেকর্ড লেবেলই নয়, এটি একটি সর্বব্যাপী ব্র্যান্ড। যার কাজ সঙ্গীতকে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে ফ্যাশন ও পণ্যদ্রব্যকে বিস্তৃত করা। ২০১৭ সালে এটি প্রতিষ্ঠা করেন এই মার্কিন র্যাপার।
তারই অংশ হিসেবে এবার ‘এল ক্ল্যাসিকোর’ ম্যাচে বার্সেলোনার জার্সিতে স্থান করে নিয়েছে। র্যাপার ট্রাভিসের প্রতিষ্ঠানের এই সুযোগটা এসেছে গেøাবাল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্ফটিফাইয়ের সৌজন্যে। গত ২০২২ সালে অডিও প্ল্যাটফর্মটির সঙ্গে বার্সেলোনা আর্থিক চুক্তি করে। তারই অংশ হিসেবে এর আগে ব্যান্ড ও গায়ক মিলিয়ে পাঁচজনের লোগো বার্সেলোনার জার্সিতে জায়গা পেয়েছে।
সেসব হচ্ছে-কোল্ডপ্লে, ক্যারল জি, দ্য রোলিং স্টোনস, রোজালিয়া এবং ড্রেক।আগামী ১১ মে তাই বার্সেলোনার মূল জার্সিতে প্রধান স্পনসর স্ফটিফাইয়ের জায়গা ক্যাকটাস জ্যাকের লোগো দেখা যাবে। ঘরের মাঠে সেদিন রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে বার্সা। এ দিন জিততে পারলে লা লিগার শিরোপাও অনেকটা নিশ্চিত হয়ে যাবে লিগ টপারদের। বর্তমানে ৩৩ ম্যাচ শেষে ৭৬ পয়েন্টে শীর্ষে।
দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৭২। এই একই লোগের জার্সি পরে আগামী ১৮ মে মেয়েদের লা লিগার শেষ ম্যাচ খেলবে বার্সেলোনার মেয়েরাও।নিজের প্রতিষ্ঠানের লোগো পরে বার্সেলোনা এল ক্ল্যাসিকোয় খেলবে এমন সংবাদে খুশি ট্রাভিস। তিনি বলেছেন, ‘এল ক্ল্যাসিকো এমন এক মুহূর্ত যা পুরো বিশ্ব উপভোগ করে। স্ফটিফাই ও বার্সেলোনার সঙ্গে জুটি বেঁধে আমি আমার জগৎকে একীভূত করতে চাই। বিষয়টা শুধু জার্সিতে ক্যাকটাস জ্যাকের জায়গা পাওয়ার নয়। এটা এমন কিছু যা সঙ্গীত এবং খেলার মধ্যে কোনো সীমারেখা রাখে না।’
এমআর/টিএ