দাম কমলো সোনার, কার্যকর আজ

দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোনার নতুন এ দাম রোববার (৪ মে) থেকেই কার্যকর হচ্ছে।

শনিবার (৩ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ গত ২৩ এপ্রিল দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ২৪ এপ্রিল থেকে।

এ নিয়ে চলতি বছর ২৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৯ বার, আর কমেছে মাত্র ৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।


টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নিউইয়র্কে ইতিহাস গড়তে হাজির হলেন কিং খান May 05, 2025
img
তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে যা বললেন ট্রাম্প May 05, 2025
img
এক টিভি চ্যানেল মাহফুজ আলমকে ১৩ হাজার টাকা বেতন প্রস্তাব করেছিল May 05, 2025
img
আ.লীগ কার্যালয় মাদক ও দেহব্যবসার আখড়ায় রূপ নেওয়ার অভিযোগ May 05, 2025
হাসনাতের ঘটনায় ২৪ ঘন্টার আল্টিমেটাম এনসিপির! May 05, 2025
'হাসনাতের উপর হামলাকারী দেশের বা দিল্লির দোসররা' May 05, 2025
আওয়ামী লীগের দোসররা জোর খাটিয়ে পত্রিকায় আছে? May 05, 2025
যুদ্ধ শুরু হলে ৯৬ ঘণ্টার বেশি টিকতে পারবে না পাকিস্তান! May 05, 2025
আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান! জেফার May 05, 2025
ক্রিকেট ছাড়িয়ে এবার সিনেমার প্রেমে সারা টেন্ডুলকার May 05, 2025