ভারত ও পাকিস্তানের মধ্যকার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার এবং দুই প্রতিবেশী দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের ও উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (৭ মে) এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির চেতনা থেকে বাংলাদেশ বিশ্বাস করে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এই সংকট নিরসন সম্ভব। পাশাপাশি বাংলাদেশ আশা করে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে এই উত্তেজনা কমে আসবে এবং শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার জনগণের বৃহত্তর কল্যাণে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে।
এমআর/টিএ