১২টি ক্ষেপণাস্ত্র নিয়ে এগোচ্ছে ইরানের যুদ্ধজাহাজ!

ইরান সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ১২টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচন করেছে, যা এখন শত্রুপক্ষের উদ্দেশে প্রস্তুত। দেশটির নৌবাহিনীর নতুন এই যুদ্ধজাহাজ ‘শাহান’–এ যুক্ত করা হয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে সৈয়দ-থ্রি এবং নবাব মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি। এসব প্রযুক্তির মাধ্যমে শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে ইরান।

নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন উপলক্ষে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেন, “আমাদের নৌবাহিনী এখন শত্রুর প্রতিকূল শক্তির বিরুদ্ধে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। ধারাবাহিক নৌ অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের অপারেশনাল ক্ষমতা নস্যাৎ করতে সক্ষম হয়েছি আমরা।”

এদিকে, ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি (IRGC) সম্প্রতি 'কাশেম বশীর' নামের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা ১২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরান জানিয়েছে, এই মিসাইলগুলো ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ মিসাইল ঘাঁটিতে সংরক্ষণ করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, “২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইরান যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, কাশেম বশীর তার তুলনায় বহুগুণে শক্তিশালী। যদি ইসরাইলের বিরুদ্ধে একযোগে ২০০টি কাশেম বশীর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা বড়জোর পাঁচটি প্রতিহত করতে পারবে।”

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। এরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথি ও ইরানকে লক্ষ্য করে প্রতিশোধের হুমকি দেন। এর জবাবে ইরানের বিমান বাহিনী নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানায়।

ইরানের বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভায়েদী বলেন, “আমাদের বিমান বাহিনী কেবল যুদ্ধ ইউনিট নয়, বরং জাতীয় প্রতিরক্ষার প্রথম সারির শক্তি। আমরা যেকোনো দূরবর্তী হুমকি শনাক্ত ও প্রতিরোধে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত।”

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মেহের নিউজ এজেন্সি’ ৭ মে এসব তথ্য জানিয়েছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজস্থানে ভারতের হাতে আটক পাক বায়ুসেনা পাইলট May 09, 2025
img
গত ১৬ বছরে বন্ধ হওয়া মিডিয়াগুলো চালু করে ক্ষতিপূরণ দিন: সরকারকে ড. মাসুদ May 09, 2025
img
আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 08, 2025
img
ভারতীয় ২টি রাফাল ভূপাতিত : দাবি মার্কিন কর্মকর্তাদের, চুপ দিল্লি May 08, 2025
img
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ May 08, 2025
img
১৭ হাজার কোটি টাকার ভোলা-বরিশাল সেতু প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে May 08, 2025
img
বিপিএল ফুটবলে রেফারি সংকটে অনিশ্চয়তায় তিন ভেন্যুর খেলা May 08, 2025
img
পহেলগামে যা ঘটেছে, প্রত্যাঘাত প্রয়োজন ছিল : পরমব্রত May 08, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৩৫ বাংলাদেশি May 08, 2025
img
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের May 08, 2025