‘ভারত অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে’

জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সৃষ্ট উত্তেজনার আবহে আগ্নেয়াস্ত্রের উৎপাদন বাড়িয়ে দিয়েছে ভারতীয় অস্ত্র কোম্পানিগুলো।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ভারতের সমরাস্ত্র উৎপাদনকারী কোম্পানি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান উত্তেজনা পরিস্থিতিতে সব ভারতীয় কোম্পানি তাদের অস্ত্র, গোলাবারুদের উৎপাদন পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফলে কোম্পানিগুলোর ব্যস্ততাও বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজার সূচক বলছে, ২২ এপ্রিলের হামলার পর মাত্র ২ সপ্তাহে ভারতের অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো নিজেদের মার্কেট ভ্যালুর সঙ্গে গড় হিসেবে ৫০০ কোটি ডলার যোগ করতে সক্ষম হয়েছে।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারত। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন নিহত হয়েছে তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।

গতকাল বৃহস্পতিবার জম্মু-কাশ্মিরের জম্মু ও রাজস্থান রাজ্যের জয়সালমিরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, তবে ভারতের আকাশ সুরক্ষা ব্যবস্থা সেই হামলা ব্যর্থ করে দিয়েছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: রফিকুল ইসলাম খান May 11, 2025
img
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার May 11, 2025
img
মাস্কের উচিত পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কষ্ট দেখে সিদ্ধান্ত নেয়া : মেলিন্ডা গেটস May 11, 2025
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঠাঁই নেই: ডিআইজি May 11, 2025
img
পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা দেখে হতভম্ব হয়েছে ভারত May 11, 2025
অতীতে নিষিদ্ধ হয়েছিল যেসব রাজনৈতিক দল May 11, 2025
img
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী May 11, 2025
img
বিচারিক প্রক্রিয়ায় আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : এ্যানি May 11, 2025
img
চার বছর আগে ছিলেন ছাত্রী-শিক্ষক, এখন স্বামী-স্ত্রী May 11, 2025
img
অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের May 11, 2025