রাজশাহী নার্সিং কলেজে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যোগ্য শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে পৃথক ব্যানারে আন্দোলন করে আসছেন বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। এই দাবিদাওয়া নিয়ে আলোচনার এক পর্যায়ে বাগবিতণ্ডার জেরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটরিয়ামে এক সভায় ডিপ্লোমা ইন নার্সিংয়ের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন উপস্থিত হন। সেখানে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের অশোভন আচরণ হয়, যা বাগবিতণ্ডায় রূপ নেয় এবং উত্তেজনা সৃষ্টি করে।

ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা কলেজের বাইরে গেটে অবস্থান নেন, আর বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেন। এ সময় ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা গেট ভাঙার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

এক পর্যায়ে, ডিপ্লোমা ইন নার্সিংয়ের এক শিক্ষার্থী বিএসসি ইন নার্সিংয়ের এক নারী শিক্ষার্থীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে পুলিশের উপস্থিতিতেই গেট ভাঙা হয় এবং শুরু হয় দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি, হামলা ও পাল্টাহামলা। এতে অন্তত ১০ জন আহত হন।

কয়েকজন নারী শিক্ষার্থী অভিযোগ করেন, তারা মারধরের পাশাপাশি হেনস্তার শিকার হয়েছেন। রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান জানান, উত্তেজনা নিরসনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।



Share this news on: