বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। ছোট পর্দায় সাফল্যের পর নিজেকে প্রমাণ করেছেন ওটিটি এবং বড় পর্দাতেও। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তার প্রথম চলচ্চিত্র ‘কাজলরেখা’। এবার ঈদুল আজহায় একসঙ্গে সিনেমা ও ওটিটিতে হাজির হচ্ছেন তিনি। বড় পর্দায় মুক্তি পাবে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘উৎসব’, আর হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’।
সাদিয়া জানান, ‘উৎসব’-এর ঘোষণা আসার পর থেকেই নিজের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করছে। ছবির কাজ শুরু হয়েছিল গত বছর, তখন থেকেই যেন উৎসবের শুরু। এই চলচ্চিত্রে নব্বই দশকের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে ছিল বিশেষ কিছু। নতুন ও পুরোনো প্রজন্মের এই মেলবন্ধনই যেন ছবির অন্যতম আকর্ষণ।
ছবিতে তিনি অভিনয় করেছেন ‘জেসমিন’ চরিত্রে। চরিত্রটিতে এতটাই মিশে গিয়েছিলেন যে মনে হয়েছিল, আরেকটু সময় পেলে আরও গভীরভাবে তুলে ধরা যেত জেসমিনকে। শুটিং শেষে চিত্রগ্রাহক রাশেদ জামান তাকে ফোন করে বলেছিলেন, “জেসমিনকে ছাড়া যেন ফ্রেম ফাঁকা ফাঁকা লাগছে”—এই মন্তব্য সাদিয়ার জন্য ছিল বড় অনুপ্রেরণা।
চলচ্চিত্রটির তারকাবহুল উপস্থিতি নিয়ে একটুও চাপ অনুভব করেননি সাদিয়া। বরং সহশিল্পীদের অভিনয়শৈলী থেকে শেখার চেষ্টা করেছেন। বিশেষ করে জাহিদ হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা তার কাছে ছিল দারুণ।
এদিকে ওটিটিতে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজটিতে মোশাররফ করিমের বিপরীতে কাজ করেছেন সাদিয়া। শুরু থেকেই এই সিরিজের পরিকল্পনায় ছিলেন তিনি।
নির্মাতা যখন সিরিজটি লেখার কাজ করছিলেন, তখনই সাদিয়াকে যুক্ত করার সিদ্ধান্ত নেন। সিরিজটিতে মোট আটজন নারী চরিত্র রয়েছে এবং প্রতিটি চরিত্রই সমানভাবে গুরুত্ব পেয়েছে। সাদিয়া এখানে অভিনয় করেছেন ‘সুন্দরী’ চরিত্রে, যেটিকে তিনি রঙিন এবং প্রাণবন্ত বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে, শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আসতে পারেন সাদিয়া আয়মান। তবে বিষয়টি পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বলেন, ‘তাণ্ডব’ সিনেমায় কোনো প্রস্তাবই তিনি পাননি। তবে শাকিব খানের সাম্প্রতিক কাজ দেখে তিনি মুগ্ধ এবং মনে করেন, তিনি এখনো ঢালিউডের সেরা তারকা। কাজের প্রস্তাব এলে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
নাটকে এখন খুব কম দেখা যায় তাকে। সাদিয়া জানালেন, গণ-অভ্যুত্থানের পর নাটক নির্মাণে ভাটা পড়েছে। অনেক নির্মাতা কাজ বন্ধ রেখেছেন। বর্তমানে যেসব নাটক তৈরি হচ্ছে, তার বেশির ভাগই রোমান্টিক-কমেডি ঘরানার, যেগুলোর প্রতি তার আগ্রহ কম। সেই সঙ্গে নিজেকে শারীরিকভাবে গুছিয়ে নেওয়ার জন্যও সময় নিচ্ছেন। গত সাত-আট মাস ধরে নিয়মিত জিম করে ওজন কমিয়েছেন প্রায় ১৫ কেজি, যা সম্ভব হতো না যদি অভিনয়ে টানা ব্যস্ত থাকতেন।
এসএম/টিএ