পদত্যাগ করে বললেন, ‘কখনো আওয়ামী লীগের নাম মুখে নেবো না’

পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন রনগোপালদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া। পদত্যাগের পর তিনি বলেন, “আমি আর কোনো দিন আওয়ামী লীগের নামও মুখে নেব না।”

বুধবার (১৪ মে) ‘শারীরিক অসুস্থতাকে’ উল্লেখ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি দলটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।  

সংবাদ সম্মেলনে আবদুল আজিজ মিয়া বলেন, শারীরিক অসুস্থতার কারণে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। কখনো আওয়ামী লীগের নাম মুখে নেবো না। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ২৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে বিজয়ী আজিজ মিয়া দাপটের সঙ্গে রাজনীতি করে আসছিলেন। তবে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর তিনি সাময়িক পালিয়ে থাকেন। পরে আবার এলাকায় এসে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে সময়-অসময়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে ঢাকায় অবস্থান করে আসছিলেন আজিজ মিয়া।

আরএ/টিএ

Share this news on: