ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম (৫০) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত মর্জিনা বেগম ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, কালকিনি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী যাত্রীবাহী মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে মাহিন্দ্রার যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া উভয় গাড়ির চালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত মুরাদ কাজী, মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল ও পলাশ বিশ্বাসকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উভয় যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
আরএম/টিএ