কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৬৪ বিদেশিকে আটক করে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এদের মধ্যে ৫৭ জন বাংলাদেশি রয়েছেন।
গতকাল বুধবার (১৪ মে) এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা ৩৩০ জন বিদেশি নাগরিকের উপর নজরদারি করা হয়।
তারা বিমানবন্দরে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল। পরে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়। এ সময় তথ্যে অসঙ্গতিসহ বেশ কয়েকটি কারণে ৬৪ বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৫৭ জন বাংলাদেশি, ৫ জন ভারতীয় এবং দুইজন পাকিস্তানি।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, নিরাপত্তা এবং সীমান্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য এই অভিযান চালানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা সর্বদা আগ্রাসন, জালিয়াতি বা অন্যান্য হুমকির যেকোনো উপাদান থেকে সুরক্ষিত রাখার জন্য একেপিএস সর্বদা তৎপর।
এসএম/টিএ