স্থগিত হলো দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ মে) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর। তবে দিল্লি শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করেছে।

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূ‌ত্রের বরা‌তে জানা গেছে, বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও দিল্লিতে নিযুক্ত আরও পাঁচ হাইকমিশনার বা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে এই আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে যোগদান করেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

গত বছরের নভেম্বরে (২০২৪) বাংলাদেশ সরকার ভারতের কাছে রিয়াজ হামিদুল্লাহর জন্য এগ্রিমো পাঠায়। তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি দেখভালের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ পররাষ্ট্রসচিব হন। গত ফেব্রুয়ারিতে (২০২৫) ভারত সরকার বাংলাদেশি দূ‌তের এগ্রিমো গ্রহণ ক‌রে।

রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়াও কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াদি, দক্ষিণ ও ইউরোপীয় অ্যাফেয়ার্স ও আঞ্চলিক সহযোগিতা বিভাগেও কাজ করেছেন।

রিয়াজ হামিদুল্লাহর চাকরির মেয়াদ শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বরে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দুর্ঘটনার কবলে মদ-ভর্তি প্রাইভেটকার, কাড়াকাড়ি করে নিয়ে গেল জনতা May 16, 2025
img
রিলিজ ক্লজ দিয়েই হুইসেনকে দলে ভেড়াচ্ছে রিয়াল May 16, 2025
img
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের May 16, 2025
img
২০ হাজার টাকা ভাড়ায় ভুয়া ওসি সেজে মির্জাপুরে গ্রেফতার May 16, 2025
img
জেট ফুয়েলের মূল্য হ্রাসে যাত্রী ভাড়া কমাতে বেবিচক চেয়ারম্যানের আহ্বান, সম্মত এয়ারলাইন্সগুলো May 16, 2025
img
মনোনয়নপত্র তোলা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫ May 16, 2025
img
পিএসএলে দল পেয়ে যা বললেন সাকিব আল হাসান May 16, 2025
img
রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ‘বাস্তব সহযোগিতা’ বাড়াতে প্রস্তুত চীন May 16, 2025
img
রোহিতকে কোহলির চেয়ে এগিয়ে রাখলেন হার্শেল গিবস May 16, 2025
img
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার May 15, 2025