প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার আবেদন

টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন লায়লা আক্তার ফারহাদ। আবেদনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে উপস্থিত হয়ে তিনি এ মামলার আবেদন করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।

মামলা গ্রহণের বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গত ১০ মে প্রিন্স মামুন দারোয়ানকে মিথ্যা তথ্য দিয়ে লায়লার বাসায় প্রবেশ করেন। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। লায়লা ঘুমন্ত অবস্থা থেকে জেগে তার উপস্থিতিতে হকচকিয়ে যান।

প্রিন্স মামুনকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। মামলা কোর্টে বিচারাধীন, এ বিষয়ে তার কিছু করার নেই বলে জানিয়ে দেন। প্রিন্স মামুন তার ফেসবুক থেকে লাইভ ভিডিও প্রচার করতে থাকেন। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রিন্স মামুন নামক ফেসবুক পেজ থেকে চারবার লাইভ ভিডিও প্রচার করে শোবার ঘর, বাথরুম, ড্রয়িং রুমের বিভিন্ন জায়গায় লায়লাকে গেঞ্জি পরিহিত অবস্থায়, শুয়ে থাকাসহ বিভিন্ন ভিডিও, গালাগাল, হুমকি, অশ্লীলভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাইভ প্রচার করেন।

যার প্রতিটা ভিডিও এক মিলিয়নের ওপরে ভিউ বা প্রদর্শিত হয়েছে। লায়লার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া বা বিভ্রান্তিকর ও মানহানীকর তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে প্রিন্স মামুন লায়লারর মান-সম্মান ক্ষুণ্নসহ ব্যক্তিগত গোপনীয়তা প্রচার করেন। এর ফলে লায়লার ব্যক্তিগত জীবন এখন হুমকির সম্মুখীন হয়ে গেছে। পরবর্তীতে লাইভে প্রচারিত ভিডিওগুলো আসামি তার ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক থেকে খণ্ড খণ্ডভাবে প্রচার করে সামাজিকভাবে লায়লার সম্মানহানি করেছে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী 'কালিদাসের সন্দেশ' পেল জিআই সনদ May 16, 2025
img
পাকিস্তানের প্রশংসায় আজারবাইজান,তীব্র আপত্তি ভারতের May 16, 2025
img
দুর্ঘটনার কবলে মদ-ভর্তি প্রাইভেটকার, কাড়াকাড়ি করে নিয়ে গেল জনতা May 16, 2025
img
রিলিজ ক্লজ দিয়েই হুইসেনকে দলে ভেড়াচ্ছে রিয়াল May 16, 2025
img
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের May 16, 2025
img
২০ হাজার টাকা ভাড়ায় ভুয়া ওসি সেজে মির্জাপুরে গ্রেফতার May 16, 2025
img
জেট ফুয়েলের মূল্য হ্রাসে যাত্রী ভাড়া কমাতে বেবিচক চেয়ারম্যানের আহ্বান, সম্মত এয়ারলাইন্সগুলো May 16, 2025
img
মনোনয়নপত্র তোলা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫ May 16, 2025
img
পিএসএলে দল পেয়ে যা বললেন সাকিব আল হাসান May 16, 2025
img
রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ‘বাস্তব সহযোগিতা’ বাড়াতে প্রস্তুত চীন May 16, 2025