দেশে দেড় মাসের বেশি সময় ধরে সিনেমা হলগুলোতে রমরমা ব্যবসা করছে শাকিব খানের ‘বরবাদ’। সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, ডেনমার্কেও চলছে ছবিটি। এবার ‘বরবাদ’ মুক্তি পেল মধ্যপ্রাচ্যে।
সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার, বাহরাইনে ১৫ মে থেকে মুক্তি পেল ঈদে মুক্তির পর তুমুলভাবে আলোচিত ও ব্যবসা সফল ‘বরবাদ’।
সেখানে ‘বরবাদ’ ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। এই কোম্পানি মধ্যপ্রাচ্যে এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমা মুক্তি দিয়েছিল।
পাশাপাশি এই ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন ছবি পরিবেশনা করে থাকে। খবরটি জানিয়েছেন বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি।
তিনি বলেন, ‘বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা পিএইচএফ ডিস্ট্রিবিউশন করলো।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেইসঙ্গে ইন্ডিয়ান থাকেন। আশা করছি, তারা সকলে ‘বরবাদ’ থিয়েটারে গিয়ে দেখবেন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ।
ছবি মুক্তির একমাস সিনেমাটি থেকে প্রায় ৭৫ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে। যা বাংলাদেশের সিনেমার ব্যবসায়িক সাফল্যে মাইলফলক।
আরআর/এসএন