মুক্তি পেল শাওকীর ‘গুলমোহর’

‘তাকদীর’ ও ‘কারাগার’ দিয়ে দর্শকের মাঝে সাড়া ফেলে দেওয়ার পর বেশ নাম কামিয়ে নিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এর মাঝে কেটে যায় দীর্ঘ তিন বছর। দর্শকেরাও অপেক্ষায় থাকেন, কবে নতুন সিরিজ আনবেন এই নির্মাতা।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। এবার চরকি অরিজিনাল সিরিজ ‘গুলমোহর’ নিয়ে হাজির হলেন শাওকী; বৃহস্পতিবার (১৫ মে) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম সিজন।

সদ্য মুক্তি পাওয়া ‘গুলমোহর’ এই সিজনে থাকছে আটটি পর্ব। এর আগে গত ৮ মে রাতে মুক্তি পায় সিরিজটির ট্রেলার। সেখানে একটি বাড়িকে ঘিরে নানা রকম দ্বন্দ্ব, অপহরণ, অবিশ্বাস ও রাজনীতির ছায়া ফুটে ওঠে।

১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলার দেখে ধারণা করা হয়, বাবার মৃত্যুর পর তাদের বাড়িকে ঘিরে নানা রকম জটিলতায় জড়িয়ে পড়েন উত্তরাধিকারেরা। এমনকি অপহরণের ঘটনাও ঘটে। আর এতে বোঝা যায়, ‘তাকদীর’ ও ‘কারাগারের’ পর শাওকী তার তৃতীয় সিরিজে একটি পারিবারিক গল্প এনেছেন ঠিকই, তাতে রেখেছেন সংঘাত ও রহস্য।

‘গুলমোহর’ এর গল্প, সংলাপ, চিত্রনাট্য লেখায় নির্মাতার সঙ্গে আছেন মারুফ প্রতীক। এছাড়াও সিরিজটি জমাতে ভূমিকা রাখছেন বেশ কিছু দর্শকপ্রিয় মুখ। অভিনয় করেছেন সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনওয়ার। এছাড়াও রয়েছে আরও এক চমক! সিরিজে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এই সিরিজ দিয়ে প্রথমবারের মত বাংলাদেশের কোনো কাজে দেখা যাবে শাশ্বতকে।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ