মূল্যস্ফীতির প্রভাব টেলিকম খাতে স্পষ্ট, প্রযুক্তিগত বিনিয়োগে ভবিষ্যতের আশা

২০২৪ সালে বিশ্বজুড়ে টেলিকমিউনিকেশন ও পেইড টিভি খাতে ব্যয় দাঁড়িয়েছে ১ দশমিক ৫১ ট্রিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। তবে চলতি বছরে প্রবৃদ্ধির গতি কিছুটা শ্লথ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)।

সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে খাতটিতে ব্যয় সামান্য বাড়বে, দাঁড়াবে প্রায় ১ দশমিক ৫৩৫ ট্রিলিয়ন ডলারে।

২০২৪ সালে খাতটির দ্রুত প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি ছিল মূল্যস্ফীতি। ইউরোপ ও উত্তর আমেরিকার মতো উন্নত অঞ্চলে টেলিকম অপারেটররা পরিষেবার মূল্য বাড়ালেও ভোক্তারা বিকল্পে না গিয়ে মূল সেবার সঙ্গেই থেকেছেন। তুলনামূলকভাবে বেশি ক্রয়ক্ষমতাসম্পন্ন এ অঞ্চলের গ্রাহকদের মধ্যে মোবাইল, ডেটা বা টিভি সাবস্ক্রিপশন কাটছাঁট করার প্রবণতা কম দেখা গেছে। ফলে অপারেটরদের রাজস্বও বেড়েছে।

অন্যদিকে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধি ছিল কিছুটা ধীর। ২০২২ ও ২০২৩ সালে কোভিড-পরবর্তী সময়ে যেহেতু এ অঞ্চলে প্রযুক্তি গ্রহণ দ্রুত গতিতে বেড়েছিল, তাই ২০২৪ সালে অতিরিক্ত চাহিদার জায়গাটি কিছুটা স্থির হয়েছে। ব্যবসা ও ব্যক্তি পর্যায়ে নতুন সংযোগের চাহিদা কমে এসেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক প্রবৃদ্ধিতে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যস্ফীতির হার কমতে থাকায় আগামীতেও অপারেটরদের পক্ষে পরিষেবার মূল্য বাড়ানো কঠিন হবে। ফলে খরচ স্থিতিশীল থাকলেও আয় বাড়ার গতি কমে যেতে পারে। তবে এ স্থবিরতার মাঝেও টেলিকম খাতকে এগিয়ে নিচ্ছে প্রযুক্তিগত রূপান্তর।

আইডিসি বলছে, বর্তমানে টেলিকম খাত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ফাইভজি ও ফাইবার অপটিক্সের মতো প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে। গ্রাহকসেবা উন্নয়ন, নেটওয়ার্ক অপটিমাইজেশন এবং কার্যকারিতা বৃদ্ধিতে AI প্রযুক্তি নতুন দিগন্ত খুলে দিয়েছে। একই সঙ্গে, কম কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইট প্রযুক্তির (LEO satellites) বিস্তার ইন্টারনেট সংযোগের মানোন্নয়ন ও গ্রামীণ এলাকায়ও সেবা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্বব্যাপী মোবাইল পরিষেবা এখনো সবচেয়ে বড় উপখাত হিসাবে টিকে আছে। বিশেষ করে মোবাইল ডেটা ও মেশিন-টু-মেশিন (M2M) অ্যাপ্লিকেশনের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে বিপরীতে, মোবাইল ভয়েস কল ও এসএমএস ব্যবহার কমে আসছে, যা খাতটির আয়ের এক অংশে প্রভাব ফেলছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন আমদানি শুল্ক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও টেলিকম পরিষেবা মূলত স্থানীয়ভাবে ব্যবহৃত হয়, তবে সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক বেড়ে গেলে অপারেটরদের খরচ বাড়তে পারে, যা শেষ পর্যন্ত গ্রাহকের উপরও প্রভাব ফেলতে পারে।

সামগ্রিকভাবে বলা যায়, প্রযুক্তি, উদ্ভাবন ও স্মার্ট বিনিয়োগের মাধ্যমেই টেলিকম কোম্পানিগুলোকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় স্থিতিশীল প্রবৃদ্ধির জন্য অপারেটরদের কৌশলগত সহযোগিতা, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখাই হবে টিকে থাকার মূল চাবিকাঠি।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিপিএলের মান নিয়ে হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট Aug 21, 2025
img
তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে Aug 21, 2025
img
যুক্তরাষ্ট্রের ‘দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই Aug 21, 2025
img
পুরুষ নয়, আমি ঘৃণা করি পুরুষতন্ত্রকে : বাঁধন Aug 21, 2025
img
নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানকে কঠোর পদক্ষেপের আহ্বান চীন-পাকিস্তানের Aug 21, 2025
img
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস Aug 21, 2025
img
হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা ১ বছরে সেটা করছে : নুরুল হক নুর Aug 21, 2025
img
ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের শঙ্কা Aug 21, 2025
img
ঝিনাইদহের মহেশপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫ Aug 21, 2025
img
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক Aug 21, 2025
img
মেসিকে ছাড়াই জোড়া পেনাল্টিতে মিয়ামিকে জেতালেন সুয়ারেজ Aug 21, 2025
img
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের Aug 21, 2025
img
বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ সেবায় নতুন সুবিধা ঘোষণা সৌদি আরবের Aug 21, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, থাকবে ভ্যাপসা গরম Aug 21, 2025
img
হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ল বেশ কয়েকটি যানবাহন Aug 21, 2025
img
নাইজারে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৪৭ জনের, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ Aug 21, 2025
img
গাজা সিটি দখলে ইসরাইলের হামলা শুরু, নিহত ৮১ Aug 21, 2025
img
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান Aug 21, 2025
img
বান্দরবানে জিপ উল্টে একজন নিহত Aug 21, 2025
img
তিতাস গ্যাসের নামে প্রতারণা চক্র সক্রিয়, গ্রাহকদের সতর্কবার্তা Aug 21, 2025