অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
তবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং তার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এক নেতা।এভাবে নুসরাতকে গ্রেপ্তার পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।আজ রবিবার নুসরাত ফারিয়া গ্রেপ্তারের পর নিজের ফেসবুকে এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান আরমান।
ফেসবুক পোস্টে আরমান হোসাইন বলেন, ‘নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? তিনি কিভাবে হত্যাচেষ্টার সাথে সংশ্লিষ্ট থাকেন! বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এ রকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।
এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসরিন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করেছে।
এমআর/টিএ