আইপিএলের নতুন নিয়ম চালু হতেই ক্ষুব্ধ কলকাতা

আইপিএলের শেষের অঙ্কটা বেশ জমে উঠেছে। এরইমাঝে নির্ধারিত হয়ে গেছে ৮ দলের ভাগ্য। সুতোয় ঝুলছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্যটা। এরপরেই অবশ্য আছে প্লে-অফের আনুষ্ঠানিকতা। আর টুর্নামেন্ট যখন শেষের দিকে এগুচ্ছে, তখন আইপিএলে চোখ রাঙাচ্ছে বৃষ্টির বাধা।

এবারের আইপিএলের একাধিক ম্যাচ এরইমাঝে ভেসে গেছে বৃষ্টিতে। শঙ্কায় আছে সামনের বেশ কিছু ম্যাচও। এমন অবস্থায় বৃষ্টির কথা মাথায় রেখে আইপিএলের ম্যাচগুলোর দৈর্ঘ্য আরও ২ ঘণ্টা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। গতকাল মঙ্গলবার থেকে চালু হয়েছে এই নিয়ম।

আর সেটাই ক্ষিপ্ত করেছে আসরের বড় দল কলকাতা নাইট রাইডার্সকে। তাদের দাবি, সঠিক সময়ে এই নিয়ম চালু করা হলে এখনও তারা প্লে-অফের দৌড়ে থাকতে পারত।

গতকাল মঙ্গলবার ভারতের বোর্ড জানিয়েছে, ২০ ওভারের ম্যাচ শেষ করার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আইপিএলের মুখ্য কর্তা হেমঙ্গ আমিন ই-মেইল করে সব দলকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। মূলত বর্ষা মৌসুমের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।

আর সেটাই মানতে পারছে না আইপিএলের দৌড় থেকে ছিটকে যাওয়া কেকেআ। বৃষ্টিতে এবার তাদের দুই ম্যাচ হয়েছে বাতিল। পাঞ্জাব কিংস এবং বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এই দুই ম্যাচে জয় পেলে কলকাতাও টিকে থাকত প্লে-অফের দৌড়ে। বিসিসিআই বরাবর চিঠি দিয়ে সেই ক্ষোভই প্রকাশ করেছেন কলকাতা ফ্র্যাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোর।

মাইসোর কলকাতার পক্ষ হয়ে পাঠানো মেইলে লিখেছেন, “মওসুমের মাঝপথে নিয়ম বদল যে কোনও কোনও ক্ষেত্রে দরকারি সেটা আমরা জানি। তবে নিয়ম চালু করার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা উচিত বলে আমরা মনে করি।”

তিনি আরও লিখেছেন, “যখন আইপিএল ১৭ মে আবার শুরু হলো, তখনই এটা পরিষ্কার ছিল ওই দিনের প্রথম ম্যাচ, অর্থাৎ কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচটি, বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে ছিল। আবহাওয়ার পূর্বাভাস সকলের কাছেই ছিল। এখন যে অতিরিক্ত ১২০ মিনিট সময় প্রযোজ্য করা হয়েছে, তা সেদিন থাকলে অন্তত পাঁচ ওভারের একটি ম্যাচ আয়োজনের সুযোগ মিলত।”

সবশেষে তিনি লিখেছেন, “ওই ম্যাচের পরেই কেকেআরের প্লে-অফের আশা শেষ হয়ে যায়। তাই তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার অভাব থাকা এ ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে কাম্য নয়। কেন আমরা এতটা ক্ষুব্ধ, সেটা আশা করি বুঝতে পারছেন।”

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
উত্তরায় সনদ জালিয়াতি চক্রের প্রধান গ্রেফতার May 21, 2025
img
চিকিৎসকের ওপর হামলায় ছাত্রদলের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা May 21, 2025
img
কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন বাহিনী May 21, 2025
img
একটি সংস্কারও করতে পারেনি অন্তর্বর্তী সরকার: মান্না May 21, 2025
img
আতাফল খাওয়া উপকারী যেসব কারণে May 21, 2025
মুত্তাকী হওয়ার তিনটি সহজ উপায় May 21, 2025
হলুদ বিকিনির বোল্ড লুকে নজর কেড়েছেন কিয়ারা May 21, 2025
‘ওয়ার টু’-এর ঝলকে হৃতিক-এনটিআরের দাপট May 21, 2025
'অপারেশন সিঁদুর’ ঘিরে ভিকি বনাম অক্ষয়! মুখ খুললেন টুইঙ্কল May 21, 2025
img
চাঁদা নিতে গিয়ে ফেঁসে গেলেন ৩ ‘ভুয়া’—ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক May 21, 2025
img
নারীপ্রধান সিনেমা করতে চাই: বাঁধন May 21, 2025
img
রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের May 21, 2025
img
কুমিল্লাতে মোহামেডানের হারের পরই আবাহনীর বড় জয় May 21, 2025
img
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি : নজরুল ইসলাম May 21, 2025
img
চিকেন নেক নিয়ে সতর্ক মমতা May 21, 2025
img
সকালে যা খেলে মিলবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি May 21, 2025
img
আমিরাতের বোলারদের সামনে অসহায় টাইগাররা May 21, 2025
img
আগামী অর্থবছরে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথা জানালেন গভর্নর May 21, 2025
img
ব্যারিস্টার সুমনের জামিন বিষয়ে হাইকোর্টের রুল May 21, 2025
img
করোনা-গণঅভ্যুত্থানে স্বাস্থ্যের দুর্বলতা ফুটে উঠেছে: তাসনিম জারা May 21, 2025