কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২১ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনের সামনে চলমান এনসিপির বিক্ষোভ-সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয়। তাই ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই নির্বাচনে উত্তীর্ণ হলেই জাতীয় নির্বাচন।’
২০২২ সালের আইনে নির্বাচন কমিশনকে নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করে একটি দলের পক্ষ হয়ে কাজ করে যাচ্ছে।’
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘বাকশালী আইনে ইসি গঠন হয়েছে। অবিলম্বে ইসিকে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।’
দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র্যাব এবং সেনা সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
আরএম/টিএ