গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (২২ মে) ৮ ঘণ্টা বেশ কিছু এলাকায় গ্যাস থাকবে না।
বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য দৈলেরবাগ, পৌরভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্দ্যের বাজার, নোয়াইল, ভট্টপুর, অর্জুন্দি, ইছাপারা, হাতকোপা, ত্রিপরদী, বড়নগর, সাদিপুর, বাড়ি মজলিশ, হাবিবপুর, পিরোজপুর, দমদমা, আষাড়িয়ারচর, জৈনপুর, মল্লিকপাড়া, সোনাখালী, দড়িকান্দি এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং সোনারগাঁও পৌর এলাকাগামী বিতরণ লাইনের সাথে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।
এসএম/টিএ