নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে উপদেষ্টা পরিষদকে বিতর্কিত করছে ও জুলাই ঐক্য নষ্ট করেছে নাবালক উপদেষ্টারা। এদের এখনই সরান না হলে ভয়াবহ সংকটে পড়বে দেশ। এখনই যদি অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজান না হয় যা হবার তাই হবে।

শুক্রবার (২৩ মে) বিকাল তিনটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় গণঅধিকার পরিষদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

নুর বলেন, বিএনপির এক নেতা নাকি আমাদের সমাবেশে যারা আসবে তাদের মামলা দেওয়া হবে বলে সমাবেশে আসতে বাধা দিয়েছেন। আমি তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, গণঅধিকার পরিষদ আওয়ামী লীগের কুতুবদের হিসাব করে কথা বলেনি আপনাদেরও হিসাব রাখব না- বাধ্য করলে। বিএনপির হাইকমান্ডকে বলবো তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এ এলাকায় চাঁদাবাজি-দখলবাজি কারা করছে এর সব খবর মানুষ জানেন।

তিনি বলেন, ৫ তারিখের পর গণঅধিকার পরিষদ একটি টাকাও চাঁদাবাজি করেনি, দখলবাজি করেনি। আপনারা যারা এসব করছেন আপনারা সঠিক পথে আসুন।

এদিকে গণঅধিকার পরিষদের সমাবেশকে ঘিরে বৃহস্পতিবার (২২ মে) রাত থেকেই রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলচত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চেয়ার ও স্টেজের মালামাল এনে রাখা হয়। শুক্রবার ভোর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে সড়কের মাঝখানে স্টেজ তৈরি করা হয়।

এতে করে সড়কের উভয় দিকে সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরাও। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুলতা গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, হাজী শপিং কমপ্লেক্স, রেদওয়ান টাওয়ারসহ হাট-বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। মহাসড়কের একপাশ বন্ধ হয়ে যাওয়ায় অন্য পাশ দিয়ে উল্টো পথে যানবাহন চলাচল করে যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সমাবেশ করার জন্য রূপগঞ্জে অনেক মাঠ রয়েছে৷ ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম একটি ব্যস্ততম মহাসড়ক। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এমন ব্যস্ততম একটি মহাসড়ক এভাবে দখল করে সমাবেশের আয়োজনের বিষয়টি নিন্দনীয়। মহাসড়ক দখল করে সমাবেশের আয়োজন করায় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছি। এ সমাবেশের ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি কাউসার আহমেদ বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে অনুমতি নিয়েছি। সড়কে স্টেজ করলেও আমরা বিকল্প হিসেবে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেছি। এতে কোনো সমস্যা হবে না।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানন বলেন, বিষয়টি আমার জানা নেই। ইউএনওর সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী ইসলাম বলেন, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি সমাবেশ করবে বলে আমাদের কাছে একটি চিঠি দিয়েছে। তবে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে স্টেজ করে সেখানে সমাবেশ করবে সেটা তো সম্পূর্ণ বেআইনি। বিষয়টি আমরা দেখছি।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
চার দাবিতে সব কর ও কাস্টমস অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে May 24, 2025
img
পরিবহন খাতকে এক ছাতার নিচে আনতেই হবে : শেখ মঈনুদ্দিন May 24, 2025
img
‘লাইফ অফ পাই’ সিনেমার অজানা কিছু গল্প May 24, 2025
img
ট্রেনের অগ্রিম টিকিটে রেকর্ড চাহিদা : একদিনে ১ কোটি ১৪ লাখ হিট May 24, 2025
img
আবুধাবি পুড়ছে রেকর্ড ৫০.৪ ডিগ্রি সেলসিয়াসে May 24, 2025
img
৮ নম্বর বিয়ে করে বিপদে মোশাররফ করিম May 24, 2025
img
ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিপাকে হার্ভার্ড শিক্ষার্থী রাজকুমারী এলিজাবেথ May 24, 2025
img
উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ May 24, 2025
img
বন্ধুত্বের ইতি, সুদ সহ অক্ষয়ের সব টাকা ফেরত দিলেন পরেশ May 24, 2025
img
হার্ভার্ডে ‘সাময়িক স্বস্তি’ পেল বিদেশি শিক্ষার্থীরা, আইনি লড়াই অব্যাহত May 24, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক: প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ড. মোশাররফ May 24, 2025
img
আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ May 24, 2025
img
চলছে একনেক বৈঠক, সভাপতিত্বে প্রধান উপদেষ্টা May 24, 2025
img
নোয়াখালীতে পুকুরে মিলল ১০ কেজির কোরাল, বিক্রি হলো ৭ হাজার টাকায় May 24, 2025
img
সারা দেশে টানা বৃষ্টির আভাস May 24, 2025
img
ড. ইউনূসের প্রতি বেইমানি সহ্য করবে না ছাত্র-জনতা: মেহরাব সিফাত May 24, 2025
img
সচিবালয়ে রাস্তা আটকে চাকরিচ্যুতির প্রতিবাদ May 24, 2025
img
'আমরা চাইলে ৬টা নয় এর চেয়েও বেশি বিমান ভূপাতিত করতে পারতাম' May 24, 2025
img
ফ্লপ থেকে সুপারস্টার, দক্ষিণী তারকার ১৬০০ কোটি টাকার সাফল্য May 24, 2025
img
লাকি ভাস্কর: ব্যাংকের ক্যাশিয়ার থেকে শতকোটির মালিক May 24, 2025