গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব রয়েছে, তা সম্পূর্ণ করেই সরকারকে যেতে হবে। এর অন্যথায় কোনো সুযোগ নেই।রোববার (২৫ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছে; একদিকে হত্যাকারীদের বিচার, অন্যদিকে জনগণের প্রত্যাশা...। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত করবে। সেটি বাস্তবায়ন করার যে দায়িত্ব সরকার নিয়েছে, সে দায়িত্ব সম্পূর্ণ করেই সরকারকে যেতে হবে। এর অন্যথায় কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ কয়েকটি রাজনৈতিক দলকে কথা বলার জন্য ডেকেছেন। সে বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। দুটি বিষয় তিনি গুরুত্ব দিয়েছেন। একটি হচ্ছে, এই পরিস্থিতি এমন যে এখানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে নানান অসুবিধার জায়গা তৈরি হচ্ছে। সেটা এমন অবস্থা তৈরি হয়েছে যে, তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কিনা সে নিয়েও তার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। তিনি ভেবেছিলেন কাজ যদি না করা যায় তাহলে দায়িত্বে থাকার প্রয়োজন নেই।
'আর, দেশবাসীর প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোসহ জনগণের ভরসার যে জায়গা আছে, সেটা উপলব্ধি করে তিনি সবার সঙ্গে আলাপ-আলোচনা করছেন। কীভাবে এই পরিস্থিতি থেকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায়।'
জোনায়েদ সাকি বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে নানা ধরনের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শক্তি নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। তাদের বিদেশি সহযোগীরা অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছুতে বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে। সেটা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে। সেক্ষেত্রে তিনি সবার ঐক্যের কামনা করেছেন।
এমআর/টিএ