বলিউডের ভাইজান সালমান খানের সাম্প্রতিক ছবি ‘সিকান্দর’-এর বক্স অফিসে ভরাডুবির পর থেকেই উঠছে প্রশ্ন—তাহলে কি শেষ হয়ে গেল সালমানের স্টারডম? এমন বিতর্কের মধ্যেই নেট দুনিয়ায় ফের ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের এক পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি বলিউডের তিন খান—শাহরুখ, আমির ও সালমান—নিয়ে খোলামেলা মন্তব্য করেছিলেন।
এক সময়কার পর্দা কাঁপানো এই অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেছিলেন, “সালমান খান মোটেই ভালো অভিনেতা নন। আমি কোনও দিনই সালমান ভক্ত ছিলাম না। ও সবসময় অতিরঞ্জিত করে সবকিছু—আমি ওকেও এটা বলেছি।”
কারিনা কাপুরের এই মন্তব্য সেই সময়ও বিতর্ক সৃষ্টি করেছিল, আর বর্তমানে সালমানের টানা ব্যর্থতার প্রেক্ষাপটে ফের আলোচনায় এসেছে তার বক্তব্য।
উল্লেখ্য, বলিউডের তিন খান—শাহরুখ, আমির ও সালমান—এর মধ্যে সবচেয়ে বেশি ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা। ‘বডিগার্ড’, ‘কিউঁ কি’, ‘ম্যায় অউর মিসেস খান্না’-সহ বেশ কিছু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। তবে তা সত্ত্বেও সালমানের অভিনয় দক্ষতা নিয়ে বরাবরই সংশয় প্রকাশ করেছেন কারিনা।
অন্যদিকে শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ কারিনা। সাক্ষাৎকারে বলেন, “শাহরুখকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমাকে ওর ব্যাপারে কিছু জিজ্ঞেস কোরো না—ঘণ্টার পর ঘণ্টা বলে যেতে পারি। আমি অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের বরাবরের ভক্ত।”
আমির খান প্রসঙ্গে কারিনার মন্তব্য ছিল, “আমিরও ভালো। ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ আর ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে ওকে আমার ভালো লেগেছে। তবে সব খানদের মধ্যে আমি শাহরুখের সবচেয়ে বড় ভক্ত।”
কারিনার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর বিতর্ক। অনেকেই বলছেন, সালমানের ব্যর্থতার পর এখন হয়তো এই মন্তব্যকে অনেকেই সত্যি বলে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন, ব্যক্তি মতামতের ওপর কারো ক্যারিয়ার নির্ভর করে না।
যদিও বলিউডের ভেতরে-বাইরে সম্পর্ক, রাজনীতি আর ব্যক্তিগত মতবিরোধে এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়, তবে সালমানের বর্তমান অবস্থায় এটি যে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে, তা বলাই যায়।
এসএম/এসএন