বলিউডের গ্ল্যামার পেরিয়ে এক প্যান-ইন্ডিয়া প্রতিভার নাম হয়ে উঠেছেন মৃণাল ঠাকুর। ‘সীতা রামাম’-এর চিরন্তন প্রেমিকা থেকে শুরু করে ‘লাভ সোনিয়া’র বাস্তবতায় ক্ষতবিক্ষত কিশোরী — প্রতিটি চরিত্রেই নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে দিয়েছেন তিনি। মৃণালের যাত্রা যেন এক অভিনয়-পরীক্ষার খাতা, যেখানে কোনও পাতায় নেই ফাঁকা জায়গা। রোমান্স, ড্রামা, থ্রিলার, অ্যাকশন — সব ঘরানাতেই তাঁর সাবলীলতা আজ তাঁকে ভারতের অন্যতম বহুমুখী অভিনেত্রীতে পরিণত করেছে।
‘সীতা রামাম’-এ দুলকার সালমানের বিপরীতে ‘সীতা মহালক্ষ্মী’ চরিত্রে মৃণাল যেন হয়ে উঠেছিলেন ভক্তদের হৃদয়ের রানী। যুদ্ধ ও ভালোবাসার দ্বন্দ্বে মোড়ানো গল্পে তাঁর সংবেদনশীলতা এমনই দাগ কেটেছিল যে, দর্শক আজও তাঁকে ‘সীতা’ বলেই সম্বোধন করে।
তারপর এল ‘হাই নান্না’। এই তেলুগু ছবিতে মৃণালের ‘যশনা’ চরিত্রটি যেন এক নিঃশব্দ বিস্ফোরণ — স্মৃতিভ্রষ্টতার আবেগ আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। তেলুগু দর্শকের মনে এই ছবিই মৃণালকে স্থায়ী জায়গা করে দেয়।
‘জার্সি’-তে মৃণালের ‘বিদ্যা তালওয়ার’ চরিত্রটি ছিল আরেক দৃষ্টান্ত। সংসার, স্বপ্ন ও সম্পর্কের টানাপোড়েনে জর্জরিত এক স্ত্রীর ভেতরে যে সংযম আর অদৃশ্য শক্তি থাকে, মৃণাল সেটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন। নীরব অভিনয়ই যে সবচেয়ে বেশি উচ্চারণ তৈরি করতে পারে, সেটি তিনি প্রমাণ করেন এই ছবিতে।
‘পিপ্পা’-তে মৃণালের উপস্থিতি ছিল একেবারে ভিন্ন। যুদ্ধকালীন পটভূমিতে গোয়েন্দা বিভাগের বুদ্ধিদীপ্ত নারী ‘রাধা মেহতা’র চরিত্রে তিনি তুলে ধরেন এক নতুন মৃণাল — যিনি সাহস, দায়িত্ব আর প্রজ্ঞার মিশেলে নারীচরিত্রের নতুন সংজ্ঞা তৈরি করেন।
তবে এইসব ছবির আগে ছিল ‘লাভ সোনিয়া’। এই ছবিতেই ছিল মৃণালের বড় পর্দায় আত্মপ্রকাশ। হিউম্যান ট্র্যাফিকিংয়ের ভয়াবহতা আর এক গ্রামের সহজ সরল মেয়ের ভয়ের কুয়াশায় ঢাকা জীবন — এই কঠিন চরিত্রে মৃণালের অভিনয় দেখে বোঝাই যায়নি, এটাই তাঁর প্রথম কাজ।
এখন প্রশ্ন, এরপর কী?
‘Son of Sardaar 2’–তে আসছে তাঁর প্রথম অ্যাকশন রোমান্টিক কমেডি। পাশাপাশি বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ের সঙ্গে অভিনয় করছেন ‘Hai Jawani Toh Ishq Hona Hai’-তে। আর ‘Dacoit: A Love Story’-তে দেখা যাবে এক সাহসী নারীর প্রেম আর প্রতিরোধের গল্প।
প্রত্যেক চরিত্রে নিজেকে ভেঙে গড়ে নেওয়ার এই ক্ষমতাই মৃণাল ঠাকুরকে আজকের দিনে অনন্য করেছে। রূপ নয়, কণ্ঠ নয় — তাঁর আত্মপ্রকাশ ঘটে অভিনয়ের গভীরতা থেকে। আর সেখানেই মৃণাল ঠাকুর হয়ে উঠেছেন একজন পরিপূর্ণ অভিনেত্রী।
এসএন