জবি শিক্ষকের নামে মিথ্যা প্রচারের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর মেহেদী হাসান জুয়েলকে ঘিরে আওয়ামী ট্যাগ দিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ও প্রক্টর অফিস।

‘আ. লীগের জুয়েল এখন বিএনপি নেতা’ শিরোনামে গত ২৮ জুন একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন স্বাক্ষরিত আলাদা দুটি বিবৃতি দেওয়া হয়।

সাদা দলের বিবৃতিতে বলা হয়, সহকারী প্রক্টর মাহাদী হাসান জুয়েল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন একটি সংবাদ আমাদের নজরে আসে। এ সংবাদটি সম্পূর্ণ একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
মাহাদী হাসান জুয়েল সম্পর্কে প্রকাশিত ও প্রচারিত তথ্যগুলো রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবং সাদা দলের ভাবমূর্তি নীতি ও আদর্শকে প্রশ্নবিদ্ধ করার একটি হীন প্রচেষ্টা। বিশেষ করে তাকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কিংবা অতীতে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এমন দাবি সম্পূর্ণ অসত্য, মনগড়া এবং প্রমাণবিহীন।

মাহাদী হাসান জুয়েল একজন মেধাবী, যোগ্য ও নির্ভরযোগ্য শিক্ষক। তার সহকারী প্রক্টর পদে মনোনয়ন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাদা দলের সুপারিশে এবং তার পেশাগত যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে হয়েছে। জানামতে তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন না।

একটি দায়িত্বশীল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক পদে থাকা একজন ব্যক্তিকে এভাবে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা স্বাধীন মতপ্রকাশের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। তাই আমরা এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক চরিত্র হননের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহাদী হাসান জুয়েল সম্পর্কে মনগড়া, বিভ্রান্তিকর, অন্তঃসারশূন্য, একপাক্ষিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে, যা শুধু নিন্দনীয় নয়-গভীরভাবে ষড়যন্ত্রমূলক ও মানহানিকর।

তিনি আরও বলেন, একজন শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি সম্পর্কে বিকৃত তথ্য পরিবেশন এবং অতীতের সামাজিক প্রোগ্রামের ছবি রাজনৈতিক প্রেক্ষাপটে সাজিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার লঙ্ঘন। গণমাধ্যমের এমন দায়িত্বহীনতা আমাদের বিস্মিত করেছে। মাহাদী হাসান জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন না। জুলাই গণঅভ্যুত্থান ও সব ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দলের সক্রিয় সদস্য। ফলে তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ভুক্তভোগী সহকারী প্রক্টর মেহেদী হাসান জুয়েল বলেন, আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমাকে নিয়ে ভোলার স্থানীয় একটি গোষ্ঠী মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তার কারণ ভোলার বেগম রহিমা কলেজের গভর্নিং বডির সভাপতি পদ। কিছুদিন আগেও এই গোষ্ঠীটি আমার স্বাক্ষর জালিয়াতি করে আমাকে বিব্রত করার চেষ্টা করেছে। তারাই এখন আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ছাত্রজীবন থেকেই আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পর বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সঙ্গে সম্পৃক্ত। সর্বশেষ সাদা দলের ফোরাম থেকে সবার সিদ্ধান্ত মোতাবেক আমাকে সহকারী প্রক্টরের জন্য সুপারিশ করা হয়।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বামী নয় প্রভু, স্ত্রী হতে পারে শ্রেষ্ঠ বন্ধু: স্বতন্ত্র চিরসখা Nov 07, 2025
"ঘি আমাদের লাগবেই" জামায়াত নেতা তাহেরের বক্তব্যে রিজভী যা বললেন | Nov 07, 2025
বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে: বিএনপি মহাসচিব Nov 07, 2025
‘নো হ্যাংকি প্যাংকি’, বিএনপিকে জামায়াতের হুঁশিয়ারি Nov 07, 2025
যে কারণে তিস্তা ব্যারেজ ও নিজ গ্রামের ইতিহাস টানলেন রিজভী Nov 07, 2025
চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন Nov 07, 2025
''মাদকমুক্ত এলাকা গড়ে তুলব'' Nov 07, 2025
ডর-এ রাভিনার না হওয়া চরিত্রের অজানা গল্প Nov 07, 2025
img
ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা Nov 07, 2025
img
রাজনীতিতে ইশরাককে আমি সর্বোচ্চ সহযোগিতা করব: নুসরাত খান Nov 07, 2025
img
নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় যাবে: দুলু Nov 07, 2025
img
বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন Nov 07, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত Nov 07, 2025
img
দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন Nov 07, 2025
img
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করছে বিসিবি Nov 07, 2025
img
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই Nov 07, 2025
img
ধাক্কা খাওয়া ভয়ের নয়, অভিজ্ঞতা: শুভশ্রী গাঙ্গুলী Nov 07, 2025
img
নরসিংদীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা Nov 07, 2025
img
মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল Nov 07, 2025
img

ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

ঐকমত্য কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন খাতে ৪৫ লাখ Nov 07, 2025