দক্ষিণ ভারতের অন্যতম আকর্ষণীয় ও প্রতীক্ষিত চলচ্চিত্র প্রজেক্টে এবার যুক্ত হচ্ছেন বলিউড ও টলিউড দুই অঙ্গনেই জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। আল্লু অর্জুন ও খ্যাতিমান পরিচালক অ্যাটলির পরবর্তী ব্লকবাস্টার সিনেমায় দেখা যাবে তাকে। যদিও ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে ম্রুনালের প্রোমো ভিডিও ইতিমধ্যেই ধারণ করা হয়ে গেছে, যা স্পষ্টভাবে তার অন্তর্ভুক্তি নিশ্চিত করে।
জুনের শেষ সপ্তাহে ছবিটি ঘিরে বড় ধরনের ঘোষণা আসার কথা থাকলেও, প্রযুক্তিগত সমস্যার কারণে তা পিছিয়ে যায়। তবে প্রোডাকশন সূত্র বলছে, যেকোনো দিন হতে পারে আনুষ্ঠানিক ঘোষণাটি। এরই মধ্যে মুম্বাইয়ে ছবির প্রথম ধাপের শ্যুটিং চলছে, অত্যাধুনিক প্রযুক্তি ও ভিএফএক্স ব্যবস্থায়।
এই সিনেমাটির অস্থায়ী নাম ‘এএ৬এক্সএ২২’ (AA6XA22)। পরিচালনায় রয়েছেন অ্যাটলি, যিনি জওয়ান, মার্সাল, ও বিগিল-এর মতো সুপারহিট ছবির জন্য পরিচিত। অন্যদিকে, মুখ্য চরিত্রে থাকছেন আল্লু অর্জুন, যার পুষ্পা সিরিজ ইতিমধ্যেই তাঁকে জাতীয় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই নতুন ছবিতে ম্রুনাল ঠাকুর ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন। এক ছবিতে দীপিকা ও ম্রুনালের মতো দুই প্রথম সারির অভিনেত্রীকে একসঙ্গে দেখা মানেই আলাদা এক আকর্ষণ। দর্শক ও ভক্তদের মধ্যে ইতিমধ্যেই এ নিয়ে উত্তেজনার পারদ চরমে।
বলিউড থেকে দক্ষিণী সিনেমায় ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন ম্রুনাল ঠাকুর। নাগা চৈতন্যর সঙ্গে ‘সীতা রামম’-এর মাধ্যমে দক্ষিণে তার অভিষেকই হয়েছিল ব্লকবাস্টার সাফল্যের মধ্য দিয়ে। এরপর ‘হাই নান্না’ ও ‘দ্য ফ্যামিলি স্টার’-এ তার অভিনয়ও প্রশংসিত হয়। সামনে তার আরেক প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবি ‘ডাকইত’ মুক্তির অপেক্ষায়।
এবার আল্লু অর্জুনের মতো সুপারস্টার ও অ্যাটলির মতো পরিচালকের সঙ্গে কাজ করে তিনি কার্যত দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান পাকা করলেন।
এ ছবিটি কেবল একটি সিনেমা নয়, বরং ভারতের বাণিজ্যিক চলচ্চিত্রে এক নতুন তারকাময় অধ্যায়, যেখানে উত্তর-দক্ষিণ বিভাজন নয়, বরং সমন্বয়ের ছবি ফুটে উঠবে।
এমআর