ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরো ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শনিবার উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠান ভারতের পুরানগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে পুশ-ইনের শিকার ব্যক্তিদের সীমান্তে আটক করে বিজিবি।
আটকরা হলো নড়াইলের কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে কোহিনুর বেগম (৩০) ও ছেলে ইকরাম মোল্লা (৩১), একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩৫), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০) এবং তাঁর মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিল। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। গতকাল শুক্রবার তাদের বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয়। পরে বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায়।
আটকদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম শনিবার বিকেল সাড়ে ৩টায় জানান, এখন পর্যন্ত আটকদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেএন/টিএ