বলিউডের আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। সিনেমার নাম ‘ব্যাটল অফ গালওয়ান’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নতুন একটি সিনেমায় একজন ভারতীয় সেনা রূপে হাজির হবেন সালমান।
নতুন এ সিনেমায় কর্নেল বি সন্তোষ বাবু নামের চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান খ্যাত এ অভিনেতা। চীন দেশের সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের দুর্দান্ত লড়াইয়ের এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে অন্তর্জালে শুক্রবার (৪ জুলাই)। যার প্রথম ঝলক দেখে রীতিমতো শিউরে উঠছেন ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রকাশিত সিনেমাটির পোস্টারের নাম ‘ব্যাটল অফ গলওয়ান’। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীদের সঙ্গে চীনা সেনাবাহিনীদের সংঘর্ষ তৈরি হয়েছিল। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও বেশ কয়েকজন চীনা সেনা প্রাণ হারান। সে ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হবে সিনেমাটি।
ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে, মাথা ফেটে রক্তের ধারা বইছে। মুখে অসংখ্য ক্ষতের দাগ। হাতে মুগুর নিয়ে মারমুখী লুকে দাঁড়িয়ে অভিনেতা। সালমানের এ লুকে মুগ্ধ অনুরাগীরা।
মন্তব্যের ঘরে এক ভক্ত লেখেন, ‘বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।’ আরেক জন লেখেন, ‘সালমানকে এই ভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!’
সালমানের পুরনো বক্স অফিস কাঁপানো সিনেমা মনে করে এক ভক্ত লেখেন, ‘টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।’
জানা যায়, ‘ব্যাটল অফ গলওয়ান’ সিনেমার আবহসংগীত ও পুরো গানের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া। ভারতের লাদাখেই করা হবে সিনেমার পুরো শুটিং। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে সিনেমাটির শুটিং।
প্রসঙ্গত, তিন মাস আগে সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পায়। এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন রাশমিকা মন্দনা।
এমআর/টিএ