আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্প গাজা চুক্তি নিয়ে আশাবাদী। তবে, তিনি অবশ্য বলেছেন, পরিস্থিতি পরিবর্তন হতে পারে।
প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনায় হামাস ইতিবাচক সাড়া দিয়েছে -সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে ট্রাম্প বলেছেন, এটি ভালো। তারা আমাকে এ বিষয়ে ব্রিফ বা অবহিত করেনি। আমাদের এটি শেষ করতে হবে। গাজা সম্পর্কে আমাদের কিছু করতে হবে।
তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হতে পারে। তবে আলোচনার বর্তমান অবস্থা সম্পর্কে তাকে অবহিত করা হয়নি।
আগামী সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, দাবি মার্কিন গণমাধ্যমের আগামী সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, দাবি মার্কিন গণমাধ্যমের
রয়টার্স বলছে, শুক্রবার (৪ জুলাই) হামাস মার্কিন মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক জবাব’ দিয়েছে এবং চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় বসতে প্রস্তুত। এই চুক্তিতে জিম্মিদের মুক্তি এবং সংঘাত অবসানের বিষয়ে আলোচনার কথা রয়েছে।
এমআর/টিএ