‘ম্যাডাম সেনগুপ্ত’ নামটাই যেন ঋতুপর্ণার পুরো চরিত্র

সুকুমার রায়ের আবোল তাবোলের ‘ননসেন্স’ ছড়াগুলো কৌতুকের আড়ালে তখনকার সমাজের ব্যঙ্গোক্তি। সেই আবোল তাবোল-কে জুড়ে সায়ন্তন ঘোষালের ‘ম্যাডাম সেনগুপ্ত: আবোল তাবোল রহস্য’ ছবিটা সমাজের সমালোচনা না হয়ে শুধু ‘ননসেন্স’ই হয়ে গিয়েছে। 

গল্পের শুরু হয় কলেজ ক্যাম্পাসে একটি ছাত্রীর মৃত্যু দিয়ে। সেই ছাত্রী, অনন্যা বিখ্যাত কার্টুনিস্ট অনুরেখা সেনগুপ্তের (ঋতুপর্ণা সেনগুপ্ত) একমাত্র মেয়ে। মেয়ের খুনের সমাধান করতে তিনি কলকাতা ফেরেন অনেক বছর পরে। তিনি যতই স্বনামধন্য হোন না কেন, এক জন কার্টুনিস্টের যে এয়ারপোর্টে পুলিশ কর্ডন লাগে তা জানা ছিল না। অসৎ পুলিশ অফিসার থেকে খুনি, সবাই তাঁকে ‘ম্যাডাম সেনগুপ্ত’ বলে সম্বোধন করে। 

অনুরেখা বা ম্যাডাম সেনগুপ্তকে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁর ছোটবেলার বন্ধু, খবরের কাগজের সম্পাদক রঞ্জন মুখার্জি (রাহুল বোস)। আজকের দিনে মিডিয়া অফিসের টেবিলে কম্পিউটারের জায়গায় একগাদা ফাইল থাকে সেটাও জানা ছিল না। রঞ্জনের ছেলে অনন্যার ক্লাসমেট। অনন্যার পর আরও কয়েকটা খুনের ঘটনা ঘটে আর প্রত্যেকটা খুনের পর কেউ রঞ্জনের অফিসের সিঁড়িতে ‘আবোল তাবোল’-এর একটা কোনও চরিত্রের পুতুল রেখে যায়। কিন্তু রঞ্জন বা ম্যাডাম সেনগুপ্ত এক বারও সে কথা পুলিশকে জানান না। পর পর কলকাতা শহরে এতগুলো খুন হয়, পুলিশ ক্রাইম সিনে যায় ঠিকই। কিন্তু এভিডেন্স তুলে দেন ম্যাডাম সেনগুপ্তের হাতে। 

সন্দেহের তির নাট্যকার এবং সুকুমার রায় বিশেষজ্ঞ সাত্যকি সেনের (কৌশিক সেন) দিকে। সাত্যকি অনুরেখার প্রাক্তন স্বামী এবং অনন্যার বাবা। তিনি পলাতক। কিন্তু সত্যি কি তিনি খুনি?

খুনের অনুসন্ধানটা মূলত অনুরেখা আর রঞ্জনই চালান। কলকাতা পুলিশ এতটাই ‘অপদার্থ’ যে, ক্রাইম সিনে গিয়ে তারা কিছু পায় না। কিন্তু ঠিক পরের মুহূর্তেই অনুরেখা আর রঞ্জন সেখান থেকে ভিকটিম বোর্ড খুঁজে বার করেন। রঞ্জন যদি জানতেনই কী ভাবে সাত্যকি পর্যন্ত পৌঁছোনো যায়, সেটা তিনি ছবির দু’ঘণ্টা কেটে যাওয়ার পরে বললেন কেন? 

আর ক্লাইম্যাক্স সিনের কথা তো ছেড়েই দিন। এই দুই অনুসন্ধানী জুটি যখন খুনির মুখোমুখি হতে যান, তখন পুলিশকে জানানোর প্রয়োজন বোধ করেন না। আমাদের দেশের বন্দুকের আইন তো আমেরিকার মতো নয়, তা হলে সবার কাছে বন্দুক থাকে কী করে?

ঋতুপর্ণা সেনগুপ্ত আর রাহুল বোসের অভিনয় বেশ কঠিন, ভাবলেশহীন। অনুরেখা বা রঞ্জন, কারও জন্য সহানুভূতি তৈরি হয় না। শুধু সন্তান হারানোর শোকের কথা বললেই তো আর শোকের বিহ্বলতা প্রকাশ পায় না।

ছবিতে বাকি চরিত্রে আছেন খরাজ মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়। তাঁদের অভিনয় ভালই লাগে। সুব্রত দত্ত বিশেষ ভাবে নজর কাড়েন। তিনি দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে। চরিত্রটা বিশ্বাসযোগ্য না হলেও সুব্রতর অভিনয় বেশ ভাল। ছবিটা চলাকালীন অডিয়েন্স থেকে যে সব মন্তব্য কানে আসে, তার মধ্যে “জানতই যখন তখন এতক্ষণ বলেনি কেন?” আর “পুলিশ কোথায়?” আমার সবচেয়ে ভাল লেগেছে। এঁরা অনেকেই এন্ড ক্রেডিটের আগেই হল থেকে বেরিয়ে গেলেন।

ছবির শুরু হওয়ার সময় সুকুমার রায়ের নাতি পরিচালক সন্দীপ রায়কে কৃতজ্ঞতা জানানো হয়। কিন্তু কী ভেবে তিনি এই ছবিটার সঙ্গে যুক্ত হলেন, তা বুঝে পেলাম না।


 ইউটি/টিকে


Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের শুল্ক স্থগিতের তিন মাস সময় শেষের পথে, পরবর্তীতে কী হবে Jul 06, 2025
img
কারও উদ্যোগে ইন্টারনেট বন্ধ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে : আইসিটি সচিব Jul 06, 2025
img
সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাজ্য, বিশাল আর্থিক সহায়তার ঘোষণা Jul 06, 2025
img
কাঁদতে কাঁদতে বিমানবন্দরে পৌঁছলেন নোরা ফতেহি Jul 06, 2025
img
ডিসি-এসপিরা চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন : হাসনাত Jul 06, 2025
img
আগস্টে ভারত না আসায় বিকল্প প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ Jul 06, 2025
img
আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ Jul 06, 2025
১০ মিনিটে বাংলাদেশের আলোচিত সব খবর Jul 06, 2025
img
নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি : শায়েখে চরমোনাই Jul 06, 2025
img
'ধুরন্ধর' সিনেমায় রানভীরের বিপরীতে কে এই সারা অর্জুন? Jul 06, 2025
img
নান্দাইলে বজ্রাঘাতে প্রাণ গেল পিতা-পুত্রের Jul 06, 2025
img
সানগ্লাস পরে দুর্গত এলাকা পরিদর্শনে বিতর্কের জন্ম দিলেন কঙ্গনা Jul 06, 2025
img
‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে যেভাবে বিশ্বকে বদলানোর চেষ্টা করছেন ট্রাম্প Jul 06, 2025
img
বাবার দ্বিতীয় বিয়ে, হেমা মালিনীর দিকে ছুরি নিয়ে তেড়ে যান সানি! Jul 06, 2025
রণবীরের মুখে গোপন বিয়ের গল্প শুনে হতবাক কারিনা Jul 06, 2025
হাসিনার পতনে মার্কিন ‘ডিপ স্টেট’ পলিসি কাজ করেছে: রনি Jul 06, 2025
img
ইমামরা ঐক্যবদ্ধ নয় বলে মানুষ বিচার পেতে রাজনৈতিক নেতাদের কাছে যায় : মাসুদ সাঈদী Jul 06, 2025
বিএনপিকে ‘সংস্কার বিরোধী’ বলার প্রচার উদ্দেশ্যপ্রণোদিত: মির্জা ফখরুল Jul 06, 2025
img
বিয়ের পোশাকে নেটিজেনদের নজর কাড়লেন পিয়া বিপাশা Jul 06, 2025
বিএনপিতে শুরু শুদ্ধি অভিযান, টার্গেট হচ্ছে কারা? Jul 06, 2025