হিমাচল প্রদেশে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে একাধিক এলাকা। পাহাড়ে ধস, নদীর পানি বৃদ্ধি, ঘরবাড়ি ভাঙচুর, সব মিলিয়ে দুঃসহ পরিস্থিতি। ঠিক এই সময় নিজের নির্বাচনী কেন্দ্র মাণ্ডির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হাজির হন তারকা সাংসদ কঙ্গনা রানাউত। তবে সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বিতর্কও জড়িয়ে যায় তার সফর ঘিরে।
সোশাল মিডিয়ায় পরিদর্শনের ছবি ও বার্তা পোস্ট করে কঙ্গনা লেখেন, “আজ আমি মাণ্ডির কারসোগ বিধানসভার সানারলি, কুট্টি ও মেঘলিতে গিয়েছিলাম। মেঘভাঙা বৃষ্টিতে প্রাণহানি, ঘরবাড়ি হারানোর মর্মান্তিক দৃশ্য দেখে আমি স্তম্ভিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে বিস্তারিত তথ্য জানাব। যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করব।”
কঙ্গনার সফরের ছবিগুলোতে তাকে দেখা গেছে চোখে রোদচশমা, পরিপাটি পোশাক আর সাজে-গোছানো ভঙ্গিমায়। আর এখানেই শুরু বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, যাঁদের মাথার উপর ছাদ নেই, খাবার নেই, সেখানে একজন জনপ্রতিনিধি কতটা সংবেদনশীলতা দেখান সাজ-পোশাকে? কেউ লিখেছেন, “কালো চশমায় চোখ ঢেকে বাস্তব ক্ষতি কি দেখা যায়?” কারও মন্তব্য, “উপস্থিতি ছিল, কিন্তু সাধারণ মানুষের বাস্তবতা বুঝলেন কবে?”
তবে এসব প্রশ্নের মুখেও কঙ্গনা জানিয়েছেন, তিনি পাশে থাকার চেষ্টা করছেন এবং সব তথ্য কেন্দ্রীয় সরকারকে জানিয়ে সাহায্যের আবেদন করবেন।
রাজনীতিতে তারকাদের উপস্থিতি নতুন নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, নির্বাচনের সময় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়া তারকারা বাস্তবে কতটা মানুষের পাশে থাকেন? কঙ্গনার ক্ষেত্রেও এমন প্রশ্ন বহুবার উঠেছে, আবারও উঠল মাণ্ডির বন্যা পরিস্থিতিতে।