এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো দিল্লির সঙ্গে মন্দ সম্পর্ক : গোলাম মাওলা রনি

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ‘বেহেশত-দোজখের’ মাঝামাঝি অবস্থান করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রবিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এ মন্তব্য করেন তিনি।


গোলাম মাওলা রনি বলেন, ‘একটি সরকারের যে টার্নিং পয়েন্ট থাকে বা একটি সরকারের কর্মপন্থার যে ধারাবহিকতা থাকে, কিংবা সরকারের যে সুনাম বা দুর্নাম থাকে; সব জায়গায় এবড়োখেবড়ো অবস্থা। এই অবস্থা যখন কোনো রাষ্ট্রে থাকে তখন সবাই এক ধরনের ভয়ংকর পরিস্থিতিতে থাকে।


দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বর্তমান সরকার এ রকম একটি অবস্থায় আছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের কোনো জনমত নেই। যারা সরকারের প্রশংসা করেন তারা ভাড়াটিয়া, আর যারা বিরোধিতা করেন তারা ব্যক্তিগত স্বার্থ দ্বারা পরিচালিত। এ রকম পরিস্থিতিতে সরকার যে ক্রান্তিকাল মোকাবেলা করছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো দিল্লির সঙ্গে মন্দ সম্পর্ক।

সীমান্ত প্রায় বন্ধ, ব্যবসা-বাণিজ্য তলানিতে নেমেছে এবং ভারত থেকে আমদানির ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। ভারত হয়তো বছরে আমাদের দেশে ৪০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, এটা হারালে দেশটির কিছুই হবে না; কিন্তু এটা আমাদের জন্য বড় বিষয়। এই ৪০ বিলিয়নের পণ্য অন্য দেশ থেকে যদি ৫০ বিলিয়নে আমদানি করতে হয় তাহলে আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে। এক বছরও টিকে থাকতে পারব না।

গোলাম মাওলা রনি বলেন, ‘ভারতের সঙ্গে এ সরকারের সম্পর্ক উন্নয়ন ফরজে কেফায়া। এ ছাড়া এ সরকার দীর্ঘ মেয়াদে টিকতে পারবে না। সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছে। এতে ভারত খুবই বিক্ষুব্ধ হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘যখন এসব বিষয় নিয়ে কথা হচ্ছে ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাদের সরকারপ্রধান ড. ইউনূসের সঙ্গে কথা বলেছেন।

আমেরিকা আবার কোয়াড ও ইন্দো প্যাসিফিকে যোগ দিতে বাংলাদেশকে চাপ দিচ্ছে। আমেরিকা ভারতকে বলছে, বাংলাদেশ তার (আমেরিকার) স্বার্থ রক্ষা করলে ভারতের উচিত বাংলাদেশকে সহযোগিতা করা। এ কাজটি করলে বাংলাদেশকে চীন থেকে সরানো যাবে। সেই দিক থেকে আমেরিকা সরাসরি ড. ইউনূসের সঙ্গে একটি ডিল করতে চাচ্ছে। যেটা এখন স্পষ্ট যে, ড. ইউনূসের ক্ষমতা গ্রহণ, তার ক্ষমতায় পদায়ন, ক্ষমতায় থাকা এবং ক্ষমতা পরিচালনায় আমেরিকার একটি বড় ভূমিকা রয়েছে। কাজেই আমেরিকাকে বাদ দেওয়া সম্ভব নয়। আর তাই যদি হয়, তাহলে চীনের সঙ্গে যা হচ্ছে সেগুলো বুমেরাং হবে।’

তিনি বলেন, “আমরা লক্ষ করলাম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের ব্যাপারে খুব নরম কথা বলেছেন, যা একেবারেই নজিরবিহীন। তিনি বাংলাদেশের সঙ্গে আলোচনা করা, বিবদমান সমস্যার ইতিবাচক সমাধানের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন। এই সিগন্যাল ড. ইউনূস গ্রহণ করলে রাশিয়া-চীন বলয় এ সরকারের বিরুদ্ধে চলে যাবে। এই উভয় সংকট, এটাকেই আমি ‘বেহেশত ও দোজখের মাঝামাঝি’ বলেছি।”


পিএ/ এসএন

Share this news on:

সর্বশেষ

img
আরে কারে ভয় দেখান? আমাদের হারানোর কিছুই নাই: হাসনাত আবদুল্লাহ Jul 07, 2025
img
ব্যাংকক থেকে দেশে ফিরলেন নারী ফুটবলাররা Jul 07, 2025
img
সাই পল্লবীর প্রতিবাদ: নারীর অবজেক্টিফিকেশনকে না Jul 07, 2025
img
বিশ্বকে বদলে দিতে ট্রাম্পের ‘ম্যাডম্যান থিওরি’ Jul 07, 2025
img
টঙ্গীর তিন নেতাসহ চার বিএনপি নেতা বহিষ্কার Jul 07, 2025
img
টঙ্গী থেকে গ্রেফতার নেত্রকোণা জেলা আ. লীগের সহ সভাপতি Jul 07, 2025
img
জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুশফিকুর রহমানের Jul 07, 2025
img
আন্দোলনে বিকল্প যোগাযোগের গোপন ছক ফাঁস করলেন শিবির সভাপতি Jul 07, 2025
img
৭ জুলাই: ঢাকায় বাংলা ব্লকেডের ১ বছর Jul 07, 2025
img
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোকপ্রকাশ Jul 07, 2025
img
কুয়াকাটায় এক ইলিশ বিক্রি সাত হাজার সাতশ টাকায় Jul 07, 2025
img
বাল্কহেড আটকিয়ে চাঁদাবাজি, গোয়াইনঘাটে ৬ জন গ্রেফতার Jul 07, 2025
img
শেখ হাসিনা কি দিল্লি থেকে লন্ডনে যাচ্ছেন? Jul 07, 2025
img
রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ Jul 07, 2025
img
স্বজন হারালেন জামায়াত আমির, জামায়াতের শোক প্রকাশ Jul 07, 2025
img
জামায়াত আমিরের শাশুড়ি ইন্তেকাল করেছেন Jul 07, 2025
img
বিদায়ী সংবর্ধনা শেষে গ্রেফতার ইউনিয়ন চেয়ারম্যান Jul 07, 2025
img
অসুস্থ চালকের জায়গায় গাড়ি চালালেন হাসনাত আব্দুল্লাহ Jul 06, 2025
img
যৌথ অভিযানে ধরা পড়ল আন্তঃজেলা ডাকাত সর্দার Jul 06, 2025
img
প্রয়োজনে পর্যাপ্ত ডকুমেন্টস সরবরাহ করা হবে : ফরহাদ Jul 06, 2025