তেলেগু সুপারস্টার প্রভাস এখন যেন পরিচালকদের ক্যালেন্ডারে এক স্বপ্নের নাম। তাঁর সঙ্গে কাজ করতে মরিয়া বহু নির্মাতা, আর সেই লম্বা লাইনে এবার যুক্ত হলেন আমারান খ্যাত পরিচালক রাজকুমার পেরিয়াসামি। তিনি সম্প্রতি এক দেশাত্মবোধক অ্যাকশনধর্মী গল্প শোনান প্রভাসকে, যা অভিনেতার মনেও দাগ কাটে। তবে সমস্যা একটাই—এই ছবি তৈরি হলেও শুটিংয়ের সম্ভাবনা এখনও বহু দূরের কথা।
সূত্র বলছে, প্রভাস মৌখিকভাবে আগ্রহ দেখালেও ছবির শুটিং শুরু হতে হতে চলে যেতে পারে ২০২৮ সাল। কারণ এখন থেকেই তাঁর সময়সূচি একেবারে গিজগিজ করছে।
দ্য রাজা সাব প্রায় শেষ পর্যায়ে, ফৌজির শুটিং চলছে, এরপর রয়েছে স্পিরিট, কাল্কি ২, সালার ২, প্রসান্ত ভার্মার সুপারহিরো ছবি এবং লোকেশ কানাগারাজের অ্যাকশন থ্রিলার। এমন ঠাসা সময়সূচির ভেতর প্রভাস অন্য কোনো প্রকল্পে সই করতে পারবেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।
রাজকুমার পেরিয়াসামির গল্পে দেশপ্রেম, আবেগ, সংঘর্ষ—সবই রয়েছে। প্রভাসের চরিত্রটিও হবে সেনাবাহিনীর একজন কর্তব্যনিষ্ঠ যোদ্ধার। কিন্তু সেই কাহিনি পর্দায় আসতে আসতে যদি চার বছর পেরিয়ে যায়, তাহলে আদৌ কি নির্মাতা অপেক্ষা করবেন?
এখনই স্পষ্ট নয়, এই উচ্চাকাঙ্ক্ষী পরিচালকের ধৈর্য কতটা দীর্ঘ। হয়তো তিনি অপেক্ষা করবেন প্রভাসের জন্য, হয়তো নতুন কোনো নায়কের খোঁজে নামবেন। তবে এটুকু নিশ্চিত—প্রভাসকে পাওয়াই এক বিষয়, আর সেই সায় অনুযায়ী সময় পাওয়া একেবারে অন্য চ্যালেঞ্জ।
তবে প্রভাসের জনপ্রিয়তা ও বক্স অফিস দাপট এমন জায়গায় পৌঁছেছে, যেখানে পরিচালকেরাও শিডিউলের জন্য বছর গুনতে প্রস্তুত। শুধু প্রশ্ন—রাজকুমার পেরিয়াসামির মতো পরিচালক সেই লাইনে শেষমেশ কোথায় দাঁড়াবেন?