শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৬ রানের সেই জয়ের ফলে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডে খেলতে দুই দলের গন্তব্য এবার ক্যান্ডি।
আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কলোম্বো থেকে ক্যান্ডিতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পৌঁছানোর পর টাইগার ক্রিকেটারদের রাজকীয়ভাবে বরণ করে নিয়েছে টিম হোটেলের ম্যানেজমেন্ট। লাল গালিচার দুই পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে টাইগারদের বরণ করেছে তারা।
দলের সঙ্গে সকল ক্রিকেটার এবং কোচিং স্টাফ পৌঁছেছেন ক্যান্ডিতে। এ ছাড়া ক্রিকেটারদের স্ত্রী সন্তানদেরও দেখা গেছে সেখানে।
এ দিন দলের সঙ্গে দেখা গেছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও। প্রথম টেস্টের পর তিনি ছিলেন না দলের সঙ্গে। এদিকে আগামীকাল প্রধান কোচ ফিল সিমন্সের যোগ দেয়ার কথা রয়েছে লন্ডন থেকে দলের সঙ্গে।
তবে বাংলাদেশ দলের চিন্তার বিষয় এখন নাজমুল হোসেন শান্তর চোট। বর্তমানে ২৪ ঘন্টার পর্যাবেক্ষণে রয়েছেন তিনি। গতকাল ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান শান্ত। সেই চোটের পর আর মাঠে দেখা যায়নি তাকে। মূলত ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে জাংয়ের সামনের অংশে (কোয়াড্রিসেপসে) চোট পান তিনি।
ইউটি/এসএন