মাস্কের আমেরিকা পার্টিকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তার এই দলের নাম ‘আমেরিকা পার্টি’।

তবে মাস্কের এই নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এটিকে ‘উদ্ধত ও বিভ্রান্তিকর উদ্যোগ’ বলেও অভিহিত করেছেন তিনি।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘উদ্ধত’ এবং ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন।

রোববার ‘এয়ার ফোর্স ওয়ানে’ ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় দুই-দলের যে রাজনৈতিক কাঠামো, তা বহু বছর ধরেই আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে।”

সম্প্রতি মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, এই দুই প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা।

একসময় ট্রাম্প ও মাস্ক ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক মিত্র। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান করা হয়েছিল, যার কাজ ছিল সরকারি ব্যয় কমানো। কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং মাস্ক ট্রাম্পের বাজেট পরিকল্পনা ও নীতির প্রকাশ্য সমালোচনা করেন।

রোববার ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ মাস্কের সমালোচনা করে লেখেন: “দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেললাইনের বাইরে চলে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার মতো, পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।”

ট্রাম্প মাস্কের প্রস্তাবিত ‘ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাধ্যতামূলক নীতি’ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী সকলকে খুব অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো। ট্রাম্প সম্প্রতি একটি নতুন কর ও ব্যয় পরিকল্পনায় সই করেছেন, যেখানে ইলেকট্রিক গাড়ির ওপর কর-ছাড় বাতিল করা হয়েছে।

তিনি বলেন, “আমি প্রথম থেকেই মাস্কের এই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করে এসেছি। নতুন আইনে মানুষ এখন নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড বা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে এমন গাড়ি কিনতে পারবেন, ইভি বাধ্যতামূলক নয়।”

গত ৪ জুলাই স্বাক্ষর হওয়া বাজেট আইনে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্বালানি উৎপাদনে খরচ বাড়ানো হয়েছে, যার বিপরীতে স্বাস্থ্য ও খাদ্য সহায়তা খাতে বিতর্কিত কাটছাঁট করা হয়েছে।

উল্লেখ্য, মাস্ক এই নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা প্রকাশ করেছিলেন মূলত ট্রাম্পের ব্যয় পরিকল্পনার তীব্র সমালোচনার সময়। তখন থেকেই দুইজনের মধ্যে রাজনৈতিক টানাপড়েন প্রকাশ্যে আসে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
‘আমার প্রিয় সাংবাদিক কোথায়’, ট্রল করলেন গিল Jul 07, 2025
img
অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক Jul 07, 2025
img
ঐকমত্য কমিশন কারো ওপর কিছু চাপিয়ে দেবে না: আলী রীয়াজ Jul 07, 2025
img
যুদ্ধবিরতি নিয়ে এই সপ্তাহেই একটি চুক্তি হতে পারে: ট্রাম্প Jul 07, 2025
img
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় যেমন থাকবে আবহাওয়া Jul 07, 2025
img
আইসিসিতে নতুন প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ Jul 07, 2025
img
শুল্ক ইস্যুতে আজ থেকে বিভিন্ন দেশে চিঠি পাঠাবেন ট্রাম্প Jul 07, 2025
img
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ অ্যাখ্যা দিলেন সামান্তা শারমিন Jul 07, 2025
img
মেসিকে রাখতে বিশেষ ছক, ডি পলকে চায় মায়ামি Jul 07, 2025
img
এজবাস্টনে ভারতের ‘প্রথম’ টেস্ট জয়সহ সব কীর্তি Jul 07, 2025
img
শি জিনপিং নেই, ভার্চুয়ালে পুতিন! ব্রিকস সম্মেলনে বড় ধাক্কা! Jul 07, 2025
img
সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস Jul 07, 2025
img
সরকার আশকারা দিচ্ছে বলেই মব হচ্ছে : মাসুদ কামাল Jul 07, 2025
img
মালয়েশিয়ায় ভিন্ন সাজে পরীমণি, তুললেন ঝড়! Jul 07, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে : মির্জা ফখরু‌ল Jul 07, 2025
img
আবারও ত্রুটিতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, জয়পুরে জরুরি অবতরণ Jul 07, 2025
img
আর্সেনালে ‘স্প্যানিশ ইনটেলিজেন্স’ মিডফিল্ডার জুবিমেন্ডি Jul 07, 2025
img
স্ট্রাইকারদের নিয়ে আলাদা কোন সেশন না থাকায় হতাশ ইংল্যান্ড প্রবাসী মিনহাজ Jul 07, 2025
img
‘বউ বুড়ি হোক বা কচি’, শামিকে ফের কটাক্ষ করলেন স্ত্রী হাসিন Jul 07, 2025
img
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ বৃহস্পতিবার Jul 07, 2025