সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা চরমে। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক, যিনি 'দাদা' নামে পরিচিত, তাঁর জীবনকথা এবার বড়পর্দায়। রাজকুমার রাও-এর সৌরভ রূপে চূড়ান্ত হওয়ার পর এবার আলোচনার কেন্দ্রে দাদার জীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় — স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্র।
নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই চরিত্রের জন্য আলোচনায় রয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। যদিও এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্র বলছে, প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে।
ডোনা গাঙ্গুলী শুধু সৌরভের স্ত্রী নন, তিনি একজন প্রতিষ্ঠিত ওড়িশি নৃত্যশিল্পী এবং দাদার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শৈশবের প্রেম থেকে বিবাহ — একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অনেক গল্পই জড়িয়ে আছে এই দম্পতির জীবনে। বায়োপিকটিতে সেই সম্পর্ক ও আবেগ উঠে আসবে পর্দায়, এমনটাই প্রত্যাশা ভক্তদের।
মিমি চক্রবর্তীর দীর্ঘ ক্যারিয়ারে একদিকে যেমন রয়েছে টেলিভিশন ও সিনেমায় সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে রাজনৈতিক মঞ্চে সক্রিয় ভূমিকা। যাদবপুর কেন্দ্র থেকে ২০১৯ সালে সাংসদ নির্বাচিত হয়ে ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সিনেমায় তাঁর প্রত্যাবর্তন নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। এই চরিত্রটি হতে পারে তাঁর মূলধারার সিনেমায় এক বড়সড় কামব্যাক।
অন্যদিকে, এই চরিত্রের জন্য বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরির নামও ঘুরছে গুঞ্জনের পাতায়। তবে নির্মাতারা চাইছেন এই সিনেমার জন্য স্থানীয় প্রতিভাকেই বেছে নিতে। বাংলার সংস্কৃতি ও আবেগ যেহেতু ছবির বড় অংশ, তাই মুখও যেন হয় বাংলার।
ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। শুটিং শুরু হবে জুলাই ২০২৫-এর শেষ নাগাদ, কলকাতা ও ইংল্যান্ডে। সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট জীবনের চড়াই-উতরাই, নেতৃত্বগুণ, বিতর্ক, আবেগ — সব মিলিয়ে এটি হতে চলেছে বলিউডের অন্যতম বড় স্পোর্টস ড্রামা।
রাজকুমার রাও দাদার চরিত্রে আত্মস্থ হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আর ঠিক তখনই, কে হবেন ডোনা — তা নিয়ে দর্শকের আগ্রহ পৌঁছেছে চূড়ায়।
এসএন