এবারের ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনগুলোর একটির জন্ম দেওয়ার নায়ক এবং আসরে দ্যুতি ছড়ানো ইগো জেসুস ইংলিশ ফুটবলে পাড়ি দিচ্ছেন। বতাফোগোর এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট।
চার বছরের চুক্তিতে জেসুসকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নটিংহ্যাম। তার ট্রান্সফার বিষয়ে কিছু জানানো হয়নি ক্লাবটির বিবৃতিতে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়ে চমক জাগানো পারফরম্যান্স উপহার দিয়েছে বতাফোগো। ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠার পথে তারা হারিয়ে দেয় ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজিকে, ম্যাচের একমাত্র গোলটি করেন জেসুস।
আসরে নিজেদের প্রথম ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে জয়ের পথেও একটি গোল করেন তিনি। শেষ ষোলোয় আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে হেরে আসরে পথচলা থামে বতাফোগোর। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি থেকে ২০২৪ সালের জুলাইয়ে বতাফোগোয় যোগ দেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেখানে লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্ট কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান লিগ সেরি জয়ের স্বাদ পান তিনি।
ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে গত অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের সূচিতে প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পান জেসুস। চিলির বিপক্ষে অভিষেক ম্যাচে জালের দেখাও পান তিনি। এবার তার সামনে ইউরোপিয়ান ফুটবলের চ্যালেঞ্জ।
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে অনেকটা সময় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকলেও, শেষ পর্যন্ত সপ্তম হয়ে আসর শেষ করে নটিংহ্যাম। আগামী মৌসুমে তারা উয়েফা কনফারেন্স লিগে খেলবে।
টিকে/