একসময় যেটিকে ভাবা হয়েছিল ভারতীয় সিনেমার ইতিহাসে এক কিংবদন্তির শেষ অধ্যায় - সেই ‘ইন্ডিয়ান ৩’ আজ অনিশ্চয়তার গহ্বরে। “সেনাপতি” চরিত্রকে ঘিরে দর্শকের বহু বছরের আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা এখন প্রায় অন্ধকারে। পরিচালক শঙ্করের পরপর কয়েকটি বাণিজ্যিক ব্যর্থতা ও নির্মাণজটিলতার কারণে হয়তো চিরতরে ‘শেলফে’ উঠে যাচ্ছে এই মহা প্রকল্পটি।
‘ইন্ডিয়ান ২’-এর দীর্ঘ বিলম্ব এবং শেষ পর্যন্ত হতাশাজনক বক্স অফিস পারফরম্যান্স যেন বড় এক সতর্ক সংকেত দিয়েছিল। কামাল হাসানকে নিয়ে নির্মিত এই সিক্যুয়েল দর্শকদের প্রত্যাশার কাছে কোথাও পৌঁছাতে পারেনি। তার ওপর শঙ্করের সাম্প্রতিক কাজ, যেমন ‘২.০’ ও ‘গেম চেঞ্জার’ - বাজেটের দিক থেকে বিশাল হলেও দর্শকসংখ্যা এবং সমালোচকদের বিচারে দাঁড়ায়নি তেমনভাবে।
এমন অবস্থায় ‘ইন্ডিয়ান ৩’ নিয়ে পিছিয়ে গেছে প্রযোজক সংস্থা লাইকা প্রোডাকশনস। ট্রেড সূত্রের খবর, ছবিটি আপাতত স্থগিত এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত নির্মাণের সম্ভাবনা নেই বললেই চলে।
সব মিলিয়ে শঙ্কর এখন এক কঠিন ক্রসরোডে দাঁড়িয়ে। একসময় ‘সিভাজি’, ‘অন্নিয়ান’, ‘ইন্ডিয়ান’-এর মতো ক্লাসিক উপহার দেওয়া এই নির্মাতা হয়তো নিজেকেই প্রশ্ন করছেন - ফের শুরু করা সম্ভব কি? ইন্ডাস্ট্রিতে কানাঘুষো চলছে, তিনি হয়তো কিছুদিন বিরতিতে যাচ্ছেন, ভেতরের শূন্যতা মেটানোর চেষ্টা করবেন - নতুন করে আবার ফিরবেন কিনা, তা সময় বলবে।
এখন শেষ আশার নাম ‘ঠগ লাইফ’। কামাল হাসানের সঙ্গে তাঁর এই নতুন সিনেমা যদি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তবে সম্ভবত দর্শকদের আর কখনো ‘সেনাপতি’র চূড়ান্ত কাহিনী দেখতে হবে না। ‘ইন্ডিয়ান ৩’ থেকে যাবে একটি অসমাপ্ত প্রতিশ্রুতি, একটি ঐতিহাসিক চরিত্রের অপূর্ণ যুদ্ধ।
টিকে/