চ্যাটজিপিটি শুধু চ্যাটিং নয়, বরং মহাকাশযান চালানোর মতো কঠিন কাজও করতে পারে। এমনটাই দেখা গেছে একদল গবেষকের পরীক্ষায়। তারা চ্যাটজিপিটিকে দিয়ে একটি মহাকাশ মিশনের অনুকরণে পরীক্ষা চালান। সেখানে চ্যাটজিপিটি ধাপে ধাপে নির্দেশনা মেনে সঠিক সিদ্ধান্ত নেয় এবং সফলভাবে অভিযান শেষ করে। এ পরীক্ষায় গবেষকেরা বেশ আশাবাদী হয়ে উঠেছেন ভবিষ্যতের মহাকাশ অভিযানে এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে।
পরীক্ষার শুরুতেই চ্যাটজিপিটিকে একটি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। এরপর একের পর এক পরিস্থিতিতে কী করা উচিত, তা নিজে থেকেই বুঝে সাড়া দেয় মডেলটি। পুরো সময়জুড়ে এর পারফরম্যান্স ছিল স্থিতিশীল ও নির্ভরযোগ্য। গবেষকদের মতে, প্রচলিতভাবে মহাকাশযান চালাতে যে নিয়ন্ত্রণব্যবস্থা লাগে, তা তৈরি করতে সময় ও শ্রম দুটোই বেশি লাগে। কিন্তু এআই ব্যবহার করলে একই কাজ দ্রুত এবং সহজভাবে করা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু মহাকাশ নয়, পৃথিবীর কক্ষপথে থাকা উপগ্রহ পরিচালনা, অজানা গ্রহে নমুনা সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও বসবাসযোগ্যতা নিরূপণের মতো জটিল কাজেও এআই বড় ভূমিকা রাখতে পারে। তবে তারা সতর্ক করে বলেন, এখনো এসব এআই মডেল বাস্তব অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তাই ভবিষ্যতে নিরাপদ ও বিশ্বাসযোগ্য ব্যবহারের জন্য নৈতিকতা, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে এখনই চিন্তা করা জরুরি।
আরআর/টিকে