আগামী দুই দীপাবলিতে শুধু আকাশে আতশবাজি নয়, বলিউডের রুপালি পর্দাও আলোকিত হতে চলেছে দক্ষিণী সিনেমার তিন উজ্জ্বলতম তারকার আগমনে। রাশ্মিকা মন্দান্না, সাই পল্লবী এবং শ্রীলীলা—তিনজনেই তাঁদের নিজস্ব আলোয় উজ্জ্বল, আর এবার তাঁরা আলো ছড়াতে আসছেন বলিউডের মঞ্চে, তাও দীপাবলির মতো উৎসবমুখর বক্স অফিস মরশুমে।
প্রথমে আসা যাক রাশ্মিকার কথায়। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে তিনি আসছেন ‘থামা’ নামে এক ব্যতিক্রমী ছবি নিয়ে। হরর, কমেডি ও রোম্যান্সের এক নতুন মিশ্রণে এই ছবিতে আরও থাকছেন পরেশ রাওয়াল ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো অভিজ্ঞ অভিনেতারা। বলিউডে এটি রাশ্মিকার প্রথম হরর-রোম্যান্টিক ছবি, আর নতুন এই জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।
এরপর রয়েছেন সাই পল্লবী। ‘রামায়ণ’-এর মতো বহু প্রতীক্ষিত মহাকাব্যিক ছবিতে তিনি সীতার চরিত্রে আসছেন, যা পরিচালনা করছেন নিতেশ তিওয়ারি। রাম চরিত্রে থাকছেন রণবীর কপূর এবং রাবণের ভূমিকায় দেখা যাবে কেজিএফ খ্যাত যশকে। এই ছবির বাজেট, স্কেল এবং কাস্টিং—সব কিছুতেই যেন দীপাবলির আতশবাজির চেয়েও বেশি উজ্জ্বলতা। এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন সাই, আর তাঁর শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব সীতার চরিত্রে এক নতুন মাত্রা আনবে বলেই মনে করছেন অনেকে।
তৃতীয় চমক শ্রীলীলা। অনুরাগ বসুর পরিচালনায় একটি রোম্যান্টিক ছবিতে তাঁকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে গুঞ্জন বলছে এটি হতে পারে ‘আশিকি থ্রি’। যদি তাই হয়, তবে বলিউডের রোম্যান্টিক ঘরানায় আবারও এক নতুন ইতিহাস গড়ার সুযোগ সামনে। শ্রীলীলার প্রাণবন্ত নাচ ও অনুরাগ বসুর দৃশ্যপট মিলে তৈরি হতে পারে এক দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতা।
এই তিন তারকার আগমন শুধু বলিউডে দক্ষিণ ভারতের প্রভাব নয়, বরং এক সুদৃঢ় সংমিশ্রণের দিকেও ইঙ্গিত করে—যেখানে গ্ল্যামার, প্রতিভা ও গল্প একসঙ্গে মিলে তৈরি করে উৎসবের পর্দাজুড়ে এক নিখুঁত অভিজ্ঞতা।
এই দীপাবলিতে তাই শুধু আতশবাজির আলো নয়, রাশ্মিকার মাধুর্য, সাইয়ের সৌন্দর্য আর শ্রীলীলার দীপ্তি মিলে হতে চলেছে রুপালি পর্দায় এক সত্যিকারের উৎসব।
এসএন