২ অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ

আগামী ২ অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে সরকার ঘোষিত ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পণ্যসামগ্রীর ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি জানান, এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এবং অধীনস্থদের প্লাস্টিক ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হবে।


মঙ্গলবার (০৮ জুলাই) সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হল রুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েট: আ ফিউচার ফর সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

তিনি বলেন, প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। একে মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগোতে হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে। শুধু নিজের স্বার্থেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এ পদক্ষেপ নিতে হবে। আমরা যেন তাদের জন্য একটি নিরাপদ ও পরিবেশবান্ধব পৃথিবী রেখে যেতে পারি।

সেমিনারে সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বলেন, সব মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় সচিবালয়কে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তিনি জানান, সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধকরণে পরিবেশ মন্ত্রণালয় দ্রুত একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. জাকি উজ জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম।

অনুষ্ঠানে পরিবেশ সচিব মন্ত্রিপরিষদ সচিবের হাতে ১৭টি সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর একটি সচিত্র তালিকা তুলে দেন এবং মন্ত্রিপরিষদ সচিব অন্যান্য সচিবদের হাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্যসামগ্রী তুলে দেন।

প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১৭ ধরনের সামগ্রীকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈজসপত্র, চকলেটের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড ও ব্যানার, স্টাইরোফোমের খাবার ধারক, পাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্য, প্লাস্টিক বোতল ও ক্যাপসহ নানা সামগ্রী।

এম কে

Share this news on:

সর্বশেষ

img
শুরু হচ্ছে মহাভারতের শুটিং, আমিরকে দেখা যাবে কোন চরিত্রে? Jul 09, 2025
img
‘আঞ্চলিক প্রতিপক্ষ’ সৌদি আরবের সঙ্গে বৈঠক ইরানের Jul 09, 2025
img
মৌলিক সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা Jul 09, 2025
img
দুর্ঘটনায় বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান Jul 09, 2025
img
গুজরাটে হঠাৎ সেতু ধসে প্রাণ গেল অন্তত ৯ জনের, আহত ৬ Jul 09, 2025
প্রিয় ফরম্যাটেই বারবার ধস! কবে খেলবে বাংলাদেশ পুরো ৫০ ওভার? Jul 09, 2025
প্রায় চার দশক পর ইরানে অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন Jul 09, 2025
img
'ডুড' মুক্তির আগেই বাজিমাত! ডিজিটাল স্ট্রিমিং রাইটস বিক্রি ২২৫ কোটি টাকায় Jul 09, 2025
img
যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক আলোচনার জন্য যোগাযোগ করেছে: ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় Jul 09, 2025
img
এএফসি ম্যাচের জন্য আবাহনীর ভেন্যু চূড়ান্ত Jul 09, 2025
img
যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে Jul 09, 2025
img
নারী ভক্তকে ব্যবহার করে মামলা উদ্দেশ্যপ্রণোদিত : ডিপজল Jul 09, 2025
img
কারখানা শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর Jul 09, 2025
img
সংগীতশিল্পী ফরিদা পারভীনের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে মির্জা ফখরুল Jul 09, 2025
img
৫৩ বছর ধরে উল্টো পথে ঘুরছে জাতি: সাকি Jul 09, 2025
img
শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে: আসিফ নজরুল Jul 09, 2025
img
জুলাই সনদ ও পিআর পদ্ধতি দ্রুত কার্যকরের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির Jul 09, 2025
img
'রামায়ণ' ফ্র্যাঞ্চাইজিতে ১৫০ কোটি টাকার চুক্তি করেছেন রণবীর Jul 09, 2025
img
২ দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা Jul 09, 2025
img
পরিবর্তিত ধরনে বাড়ছে ডেঙ্গুর প্রভাব, জটিল হচ্ছে রোগীর অবস্থা Jul 09, 2025