২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে টাইগার যুবাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
ত্রিদেশীয় এই সিরিজে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে পরদিন ২৬ জুলাই, একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে। এরপর আরও দু’বার করে এই তিন দল একে অপরের বিপক্ষে খেলবে।
সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, যা দিয়ে পর্দা নামবে ১৬ দিনব্যাপী এই যুব ত্রিদেশীয় সিরিজের।
সম্প্রতি শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে দারুণ সাফল্য পাওয়ার পর এই সিরিজেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে বাংলাদেশ দল। ২০২৬ যুব বিশ্বকাপ সামনে রেখে তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২৫ জুলাই জিম্বাবুয়ে—সাউথ আফ্রিকা সানরাইজ স্পোর্টস ক্লাব
২৬ জুলাই সাউথ আফ্রিকা—বাংলাদেশ সানরাইজ স্পোর্টস ক্লাব
২৮ জুলাই জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
২৯ জুলাই জিম্বাবুয়ে—সাউথ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
৩১ জুলাই বাংলাদেশ — সাউথ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
০১ আগস্ট জিম্বাবুয়ে— বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
০৪ আগস্ট জিম্বাবুয়ে—সাউথ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
০৬ আগস্ট সাউথ আফ্রিকা—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
০৮ আগস্ট জিম্বাবুয়ে—বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
১০ আগস্ট ফাইনাল হারারে স্পোর্টস ক্লাব
পিএ/টিএ