অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদি আরবে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। তাদের উপকূল নজরদারি ইউনিট ওই বাংলাদেশিকে আসির অঞ্চলের আল-কাহমাহ থেকে গ্রেপ্তার করে। এ বাংলাদেশি সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে তারা।
শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানায়, ওই বাংলাদেশির কাছে অবৈধভাবে শিকার বিপুল মাছ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থাটি।
সৌদির সীমান্তরক্ষী বাহিনী সকল প্রবাসী ও পর্যটককে সামুদ্রিক নিরাপত্তা আইন মেনে চলা এবং সামুদ্রিক এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষার আহ্বান জানিয়েছে।
অনুমতি ছাড়া মাছ ধরলে সৌদি থেকে প্রবাসীদের নিজ দেশে ফেরতও পাঠানো হতে পারে। যদিও সরাসরি এর সঙ্গে ফেরত পাঠানোর সংশ্লিষ্টতা নেই। তবে আইনি ঝামেলায় পড়লে এমন কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যে কেউ।
এফপি/টিএ