স্বাধীনতা দিবসের আগের দিন, ১৪ আগস্ট ২০২৫-এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’। মুক্তির আগেই শুরু হয়েছে উত্তেজনা, কারণ প্রথম দিনেই বিশ্বজুড়ে প্রায় একশ পঁচাত্তর কোটির আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে শুধু দেশীয় (হিন্দি ও তেলুগু ভাষায়) আয় একশ কোটির বেশি ছোঁয়ার লক্ষ্যে রয়েছে।
এর আগে সবচেয়ে বেশি প্রথম দিনের আয় ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাটির যা প্রায় একশ ত্রিশ কোটি টাকা। এবার সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে মাঠে নামছে ‘ওয়ার ২’।
এই সিনেমা একটি ধারাবাহিক গুপ্তচরভিত্তিক সিনেমার অংশ। ‘পাঠান’, ‘টাইগার ৩’ ও প্রথম ‘ওয়ার’-এর পরে এবার আরও বড় পরিসরে তৈরি হয়েছে এই নতুন ছবি। নির্মাতা আয়ান মুখার্জি, যিনি বড় কল্পনাশক্তি ও দৃষ্টিনন্দন দৃশ্য নির্মাণের জন্য পরিচিত।
প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন, যিনি আগের মতোই কাবির চরিত্রে ফিরছেন। এবার তাঁর মুখোমুখি হবেন তেলুগু ছবির জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআর, এক রহস্যময় চরিত্রে। কিয়ারা আডবাণী থাকছেন এক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভূমিকায়, যেখানে থাকবে আবেগ, সৌন্দর্য ও সাহসের মিশ্রণ।
এই ছবিটি শুধু ভারতে নয়, একযোগে বিশ্বের বহু দেশে মুক্তি পাবে। সর্বাধিক প্রদর্শনস্থলে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। বড় পর্দা, নতুন প্রযুক্তি এবং নতুন ধাঁচের উপস্থাপনায় এই ছবি দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা আনবে। একই সময়ে দক্ষিণের মহাতারকা রজনীকান্তের ‘কুলি’ ছবিও মুক্তি পাচ্ছে, তবে ‘ওয়ার ২’-এর দল আত্মবিশ্বাসী যে তারা পিছিয়ে পড়বে না।
ছবির প্রচারে থাকছে বড় পরিকল্পনা। হৃতিক, এনটিআর ও কিয়ারা একসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে দর্শকদের সঙ্গে যুক্ত হবেন। উত্তরের ও দক্ষিণের দর্শকদের সমন্বয়ে এই ছবি হয়ে উঠছে একটি সর্বভারতীয় উৎসবের অংশ।
সব মিলিয়ে, ‘ওয়ার ২’ শুধু একটি সিক্যুয়েল নয় এটি এক অর্থে বক্স অফিসে এক নতুন বিপ্লবের সূচনা। বড় তারকা, সাহসী কাহিনি ও বিশাল আয়োজনের সমন্বয়ে এই ছবি আবারও প্রমাণ করতে পারে যে ভারতীয় চলচ্চিত্র কতদূর এগিয়ে যেতে পারে।
এফপি/টিএ