বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দলের কেউ চাঁদাবাজি, জমি দখল, বালুরঘাট দখল বা অন্য কোনো অনৈতিক কাজে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “আমার দলের কেউ দখলবাজি, চাঁদাবাজি, জমি দখল, বালুরঘাট দখলসহ কোনো অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। এসব করলে দলের বদনাম হবে। সেই বদনাম আমি নিজের ঘাড়ে নেব না, দলও নিজের ঘাড়ে নেবে না।”
শুক্রবার (১১ জুলাই) ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ও সালথা উপজেলা বাজারে পৃথক চারটি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে সাংবাদিকের সাথে বিভিন্ন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আপনারা বুঝে নিন—ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়। আপনারা যদি অন্যায়ের সঙ্গে যুক্ত হন, তাহলে ওরা উপকৃত হবে। তারা আপনাদের সঙ্গে মিশে সাধারণ মানুষের ক্ষতি করবে এবং সেই দায়ভার আপনাদের কাঁধে চাপানোর চেষ্টা করবে।”
শামা ওবায়েদ বলেন, “আমরা চাই না দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক, গুম-খুন হোক কিংবা কেউ বিনা বিচারে কারাগারে থাকুক। জনগণের রক্ত যেন বৃথা না যায়, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি সাংবাদিকদের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপরও গুরুত্বারোপ করেন। বলেন, “দেশে সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ছাত্র-জনতার রক্ত তখনই সফল হবে যখন দেশ অপরাধমুক্ত হবে, দেশে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের সততা, নৈতিকতা ও জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সংকটময় সময়ে প্রতিটি নেতাকর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এমআর/টিএ