হুমাইরা আসগরের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানে প্রতিরক্ষা দপ্তরের আবাসনের ভেতর থেকে উদ্ধার হয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের লাশ। এ ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তবে ৩২ বছর বয়সী হুমাইরা আসগরের ময়নাতদন্তের রিপোর্টে এলো চাঞ্চল্যকর তথ্য।

সপ্তাহ খানেক নয়, অভিনেত্রীর মৃত্যু হয়েছে প্রায় ৮-১০ মাস আগে। এমনকী তার শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ পচে গিয়েছিল।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে, পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগর আলির মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে গিয়েছিল। মেরুদণ্ড অবশিষ্ট ছিল না মৃতদেহে।

তার মরদেহে থিকথিক করেছে বাদামি পোকায়। হুমাইরার দেহ পচনের এমন পর্যায়ে চলে যায় যে, মুখ চোখ বোঝাই যাচ্ছে না। শরীরের কিছু অংশে টিস্যু বলে আর কিছুই ছিল না। হাড়ের উপর কালো চামড়ার আস্তরণ অবশ্য পাওয়া গিয়েছে।
তবে কোনো হাড় ভাঙা ছিল না বলে দাবি করেছে পুলিশ। মৃতদেহে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জানা গেছে, মৃতদেহটি হুমাইরার কি না, সে বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল। এদিকে পচনের মাত্রা বেশি হওয়ার কারণে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যায়নি এখনও পর্যন্ত। এরই মাঝে পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, হুমাইরার দেহের টক্সিকোলজি পরীক্ষা করলে মৃত্যুর কারণ সামনে আসতে পারে।

উল্লেখ্য, করাচিতে পাক প্রতিরক্ষা দফতরের আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন হুমাইরা। সেখান থেকেই ৮ জুলাই তাঁর পচা-গলা দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ২০ দিন আগেই হুমাইরা মারা গিয়েছিলেন। তবে এরপর রিপোর্টে দাবি করা হয়, প্রায় ৯ মাস আগেই মৃত্যু হয়েছিল হুমাইরার। দীর্ঘদিন ধরে সেই বন্ধ ফ্ল্যাটেই তার মৃতদেহ পচছিল।

করাচির প্রতিরক্ষা দপ্তরের আবাসনের (ডিফেন্স হাউসিং অথরিটি) একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন হুমাইরা আসগর। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা মেয়ের লাশ নিতে অস্বীকৃতি জানান। এমনকি তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন। তবে শেষ পর্যন্ত হুমাইরার লাশ গ্রহণ করেছে পরিবার। গলফ নিউজের প্রতিবেদন অনুসারে, হুমাইরার ভাই নাভিদ আসগর লাহোর থেকে এসে বৃহস্পতিবার (১০ জুলাই) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বোনের মরদেহ গ্রহণ করেন।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই ভাড়া বাকি ছিল হুমাইরার। বারবার যোগাযোগের চেষ্টা করেও যখন ফল মেলেনি, তখন বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রীর ফ্ল্যাটে পুলিশ আসে। সেখানে গিয়ে অভিনেত্রীর পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী, চিন্তায় ক্রেতারা Jul 13, 2025
img
হাসিনার বুলেট যেখানে ব্যর্থ, বিএনপির পাথরও থামাতে পারবে না: রাফি Jul 12, 2025
img
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ Jul 12, 2025
img
এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব : নাহিদ ইসলাম Jul 12, 2025
মিটফোর্ডের ঘটনায় বিএনপিকে নিয়ে যা বললেন জুলাইয়ের যোদ্ধা? Jul 12, 2025
img
মাস্তি ইউনিভার্সে ২০ বছর পর ফিরছেন জেনেলিয়া Jul 12, 2025
img
ব্যবসায়ী হত্যার ঘটনায় শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল Jul 12, 2025
img
ভারত যোগ না দিলেও বাংলাদেশেই হবে এসিসির সভা: মিঠু Jul 12, 2025
img
রাবণ হয়ে ফিরছেন যশ, পুরো রামায়ণ পার্ট ওয়ানেই থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় Jul 12, 2025
img
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা এমদাদুল বহিষ্কার Jul 12, 2025
img
চলতি বছরের প্রথম ৩ মাসে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি Jul 12, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বেচাকেনায় চমক Jul 12, 2025
img
‘আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা’ Jul 12, 2025
img
‘বাঘি ৪’ সিনেমায় অ্যাকশনের রাজপুত্র হয়ে ফিরছেন টাইগার শ্রফ! Jul 12, 2025
img
পিএসজির সাফল্যে একক কৃতিত্ব দিচ্ছেন না কোচ Jul 12, 2025
img
যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করলেও সবাই চুপ থাকে: মনজিল মোরসেদ Jul 12, 2025
দেশের চলমান ইস্যু নিয়ে যা বললেন জাবি ছাত্রদল Jul 12, 2025
অটোরিকশা বন্ধ করে নিকুঞ্জবাসীর দৃষ্টান্ত স্থাপন! Jul 12, 2025
হাসিনার পাল্টা জবাব অনয়ের; যেভাবে আসলো সেই "কথায় কথায় বাংলা ছাড়" স্লোগান Jul 12, 2025
img
লিটনেই আস্থা প্রধান কোচের Jul 12, 2025