খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক পাহাড়ি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শ্যামল বিকাশ ত্রিপুরা (৩৫) নামে আরও একজন।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিবালা ত্রিপুরা গুইমারা উপজেলার আটবাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে মাটিরাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী দিবালা ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যান এবং চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিবালাকে মৃত ঘোষণা করেন। আহত শ্যামল বিকাশ ত্রিপুরাকে উন্নত চিকিৎসা দেয়া হয়।
ঘটনার পরপরই মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় শান্তি পরিবহনের চালক পলাতক রয়েছেন।
মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ‘শান্তি পরিবহনের বাস ও মোটরসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।’
এমআর/টিএ