অজয় দেবগন আবার ফিরেছেন সেই পরিচিত মজার, রঙ্গীন ‘জসসি’ রূপে। তবে এবারের গল্পে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন মৃণাল ঠাকুর। ‘রাবিয়া’ চরিত্রে এই নায়িকার আগমন একেবারে আগুনঝরা অভিষেক বলা যায়।
যেখানে তিনি কাগজে-কলমে ভুয়া বউয়ের চরিত্রে, বাস্তবে মৃণালের উপস্থিতি একটুও ভুয়া নয়। সহজাত আকর্ষণ, নিখুঁত সংলাপ বলার ধরণ আর আত্মবিশ্বাসে তিনি অজয়কেও সমান টক্কর দিয়েছেন। এমনকি অনেক দৃশ্যে তিনি দর্শকের মন চুরি করে নিয়েছেন অনায়াসে। তার অভিনয়ে একদিকে তেজ, অন্যদিকে রাজকীয়তার মিশেল — যা এই সিক্যুয়েলে নারীকেন্দ্রিক উপস্থিতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। অ্যাকশন আর কমেডির রোলারকোস্টার এবার ছুটেছে স্কটল্যান্ডের প্রেক্ষাপটে। সংলাপে বিদ্রুপ, বিয়ে নিয়ে কাণ্ডকারখানা, হাতাহাতি, দৌড়ঝাঁপ আর পাকিস্তানকে ঘিরে মশলাদার পাঞ্চ — সবই রয়েছে একেবারে দর্শকপ্রিয় রঙিন মশলার প্যাকেটে।
এই ট্রেলার কোনো সূক্ষ্ম গল্প বলার চেষ্টা করেনি, বরং খাঁটি বিনোদনের জন্যই তৈরি। মৃণালের সংযোজন যেন ছবিকে এক নতুন মাত্রা দিয়েছে। তার উপস্থিতি এবং চরিত্রের জৌলুস পুরো ট্রেলারকে অন্যরকম ঝলক দিয়েছে।
সবমিলিয়ে মনে করা হচ্ছে, এই সিক্যুয়েল আগের ছবিকে ছাড়িয়ে যেতে পারে জনপ্রিয়তায়। মুক্তি পাচ্ছে জুলাইয়ের ২৫ তারিখে। ছবিতে সূক্ষ্মতার কোনো জায়গা নেই — বরং আছে প্রবল বিনোদন আর হাসির ঝড়। আর সেই ঝড়ের মাঝেই মৃণাল ঠাকুর যেন বসের মতোই আসন জমিয়ে বসেছেন।
ইউটি/টিএ